‘দয়া করে..’, টাইগার ৩ নিয়ে কাতর আর্জি ভাইজানের! আগাম টিকিট বুকিং ১৯ কোটি পার
রাত পোহালেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘টাইগার ৩’। এই ছবির হাত ধরেই শাপমোচন হবে সলমনের, দাবি বক্স অফিস বিশেষজ্ঞদের। রাধে, অন্তিম, কিসি কা ভাই কিসি কি জান— একের পর এক ফ্লপ ছবিত জর্জরিত সলমন। কিন্তু টাইগার ৩-র আগাম টিকিট বুকিংয়েই কামাল করে দেখালেন ভাইজান।
ব্যর্থতা ভুলে নতুন শুরুর পথে ভাইজান। অগ্রিম টিকিট বুকিংয়ের সৌজন্যেই সলমনের ছবির ঝুলিতে এসেছে ১৯ কোটি টাকা, এই তথ্য শেয়ার করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। যশ রাজ স্পাই ইউনিভার্সের সবচেয়ে পুরোনো খিলাড়ি টাইগার। পাঠান-এর ঐতিহাসিক সাফল্যের পর টাইগার ৩ নিয়ে আশাবাদী প্রযোজনা সংস্থাও।
টাইগার কোনওদিনই হতাশ করেনি সলমনকে। এবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে, আশা সকলের। ছবির টিকিটের অগ্রিম বুকিং থেকে বক্স অফিস ব্যবসার বেশ খানিকটা আভাস পাওয়া যায়। সেই মতো টানা ফ্লপের পর সলমন হিটের মুখ দেখতে চলেছেন।
এখনও পর্যন্ত টাইগার ৩-র ২.৪৩ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। যার মধ্যে পিভিআর আইনক্সে ১.৯৬ লক্ষ এবং সিনেপলিসে ৪৭ হাজার টিকিট বিক্রি হয়েছে। মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গল স্ক্রিনেও এই ছবির অগ্রিম টিকিট বুকিং-এর হার আশানুরূপ। ইঙ্গিত স্পষ্ট বলিউডের সবচেয়ে দিওয়ালি ওপেনার হতে চলেছে টাইগার ৩।
শুধু প্রথম দিনই নয়, এখন থেকেই সোমবারের অগ্রিম টিকিটও দেদার বিকোচ্ছে। এখনও পর্যন্ত দ্বিতীয় দিনের ১.০৩ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। যা প্রশংসনীয়। ছবি ঘিরে এত উন্মাদনার জেরেই একটা চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে সলমনকে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার রমরমা। তাই ছবি মুক্তি পেতে না পেতেই তার একাধিক দৃশ্য ফাঁস হয়ে যায় ফেসবুক-ইনস্টাগ্রামে। ‘পাঠান’ কিংবা ‘জওয়ান’-এর ক্ষেত্রেও তা ঘটেছিল। কিন্তু নিজের ছবির ক্ষেত্রেও তা ঘটুক চান না সলমন।
সোশ্যাল মিডিয়ায় ভাইজানের আর্জি, ‘অনেক ভালোবেসে ‘টাইগার ৩’ বানিয়েছি। তাই আমাদের অনুরোধ, আপনারা কোনও রকম ‘স্পয়লার’ দেবেন না। আসলে গল্প যদি আগে জানা হয়ে যায়, ছবি দেখার মজাটাই মাটি হয়ে যায়! আমাদের বিশ্বাস, আপনারা কথা রাখবেন। ‘টাইগার ৩’ আপনাদের জন্য একেবারে উপযুক্ত দিওয়ালির উপহার আমাদের তরফে।’
৬ বছর পর অবিনাশ রাঠোর ওরফে ভারতীয় গুপ্তচর টাইগারের চরিত্রে ফিরছেন সলমন। সঙ্গী ‘জোয়া’ ক্যাটরিনা। ভিলেনের ভূমিকায় থাকছেন ইমরান হাশমি। পরিচালকের আসনে মণীশ শর্মা। দিওয়ালিতে মহাধামাকার অপেক্ষায় ভক্তরা। টাইগার ফ্রাঞ্চাইসির তিন নম্বর ছবি এটি। বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, প্রথম দিন দেশের বক্স অফিসে কমপক্ষে ৫০ কোটি টাকা পকেটে পুরবে টাইগার ৩। একে দিওয়ালি, তারপর রবিবার এর জেরেই ছবির প্রথম দিনের বক্স অফিস নম্বর একলাফে বাড়তে পারে বলে মত ট্রেড এক্সপার্টদের।
‘ জওয়ান’ এবং ‘পাঠান’, শাহরুখের ১০০০ কোটির দুই ছবিই মুক্তির প্রথমদিন বিশ্ব বক্স অফিসে ১০০ কোটির ম্যাজিক ফিগার ছুঁতে সক্ষম হয়েছিল। সলমনও সেই সাফল্য ছুঁতে পারবেন? তা জানতে অপেক্ষা মাত্র আগামি সোমবারের।
For all the latest entertainment News Click Here