দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরেও বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারে ভারত!
নেদারল্যান্ডসকে হারিয়ে ‘গ্রুপ ২’-তে শীর্ষস্থান দখল করল ভারত। আপাতত যা পরিস্থিতি, তাতে ভারত দুটি ম্যাচে জিতলেই বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পাকা হয়ে যাবে। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গেলেও সেমিতে পৌঁছে যাবে ভারত।
বৃহস্পতিবার সিডনিতে নেদারল্যান্ডসকে ৫৬ রানে হারিয়ে দিয়েছেন রোহিত শর্মারা। সেই জয়ের ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সুপার ১২’ পর্যায়ের ‘গ্রুপ ২’-তে ভারত শীর্ষস্থানে পৌঁছে গেল। দু’ম্যাচে বিরাট কোহলিদের ঝুলিতে আছে চার পয়েন্ট। নেট রানরেট +১.৪২৫। ভারতের নীচে আছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচে প্রোটিয়াদের পয়েন্ট তিন। নেট রানরেট +৫.২০০।
আরও পড়ুন: IND vs NED: সূর্য-কোহলির ঝড় থেকে স্পিনিং জাল – কোন কোন কারণে ডাচদের দুরমুশ করল ভারত?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বৃহস্পতিবার হেরে গিয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে নেমে গিয়েছে বাংলাদেশ। দুটি ম্যাচে শাকিব আল হাসান, সৌম্য সরকারদের ঝুলিতে দুই পয়েন্ট আছে। তবে নেট রানরেট ভয়ঙ্করভাবে কম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৪ রানে হেরে যাওয়ায় নেট রানরেটে একেবারে কমে গিয়েছে।
বাংলাদেশের পর চার নম্বরে আছে জিম্বাবোয়ে। এক ম্যাচে পয়েন্ট এক। পাকিস্তান আছে পাঁচ নম্বরে। ভারতের বিরুদ্ধে হারের জেরে এক ম্যাচে বাবর আজমদের পয়েন্ট শূন্য। আজ তাঁরা পার্থে সিকন্দর রাজাদের জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নেমেছেন। সেই ম্যাচের পর ‘সুপার ১২’ পর্যায়ের ‘গ্রুপ ২’-র প্রতিটি দলের দুটি ম্যাচ খেলা হয়ে যাবে। যদিও দ্বিতীয় রাউন্ড শেষেও গ্রুপের শেষ স্থানে থাকবেন ডাচরা। দুই ম্যাচে কোনও পয়েন্ট পাননি তাঁরা।
ভারতের সেমিফাইনালে ওঠার অঙ্ক
ভারতের এখনও তিনটি ম্যাচ বাকি আছে। আগামী আগামী রবিবার (৩০ অক্টোবর) দক্ষিণ আফ্রিকা, আগামী বুধবার (২ নভেম্বর) এবং আগামী ৬ নভেম্বর (রবিবার) জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবে ভারত। কোন অঙ্কে বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে ভারত, তা দেখে নিন –
১) ভারত যদি তিনটি ম্যাচই জিতে যায়, তাহলে তো কোনও কথাই নেই। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছে যাবে। যা গতবারের বিশ্বকাপে গ্রুপ লিগ থেকে ছিটকে যাওয়ার পর মনোবল বাড়াবে টিম ইন্ডিয়ার।
২) ভারত যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে যায়, তাহলেও সেমিফাইনালে উঠতে পারবে। সেক্ষেত্রে পাঁচ ম্যাচে ভারতে পয়েন্ট হবে আট। দক্ষিণ আফ্রিকা সর্বোচ্চ নয় পয়েন্টে পৌঁছাতে পারবে। দক্ষিণ আফ্রিকা যদি নয় পয়েন্টে পৌঁছে যায়, তাহলে পাকিস্তানের পয়েন্ট ছয়ের বেশি হবে না। কারণ পাকিস্তানকে হারালে তবেই নয় পয়েন্ট হবে প্রোটিয়াদের।
৩) যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে যায় ভারত এবং পাকিস্তানের কাছে হেরে যায় দক্ষিণ আফ্রিকা, তাহলে ভারতের সর্বোচ্চ পয়েন্ট হবে আট। দক্ষিণ আফ্রিকার হবে সাত। পাকিস্তানের হবে আট। সেক্ষেত্রে ভারত এবং পাকিস্তান সেমিতে চলে যাবে। কে গ্রুপের শীর্ষে থাকবে, তা নির্ধারিত হবে নেট রানরেটের ভিত্তিতে (তিনটি দলই তুলনামূলকভাবে সহজ দলের বিরুদ্ধে জিতবে ধরে)।
আরও পড়ুন: India vs Netherlands: নেদারল্যান্ডসকে উড়িয়ে লিগ টেবিলের শীর্ষে টিম ইন্ডিয়া
৪) ৩০ অক্টোবর ভারত যদি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশের বিরুদ্ধে হেরে গেলেও সেমিতে ওঠার রাস্তা তেমন কঠিন হবে না। জিম্বাবোয়েকে হারিয়ে দিলেই সেমিতে পৌঁছে যাবে। সেক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের (সব ম্যাচ জিতবে ধরে) মধ্যে নেট রানরেটের লড়াইয়ে ঠিক হবে যে কোন দল শীর্ষে থাকবে।
(বিশেষ দ্রষ্টব্য: বৃষ্টির জন্য কোনও ম্যাচ বাতিল হবে না এবং সব ম্যাচের ফয়সালা হবে ধরে হিসাব করা হয়েছে।)
For all the latest Sports News Click Here