দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে অন্যতম সেরা জয়: মার্ক বাউচার
শুভব্রত মুখার্জি
প্রথম টেস্টে হেরে পিছিয়ে পড়ার পর ২-১ ব্যবধানে সিরিজ জেতা নিঃসন্দেহে বড় ব্যাপার। তাও যদি সেটা হয় টেস্ট ক্রিকেটের মঞ্চে, তাহলে তার তাৎপর্য থাকে আলাদা। দলে অভিজ্ঞতার অভাব রয়েছে। তার উপর প্রথম টেস্টে হারের পরেই হঠাৎ করে টেস্ট থেকে অবসর নিয়ে নেন দেশের অন্যতম সেরা উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি’কক। এই অবস্থায় দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে এই সিরিজ জয়কে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জয় বলে আখ্যা দিলেন সিনিয়র দলের হেড কোচ তথা প্রাক্তন ক্রিকেটার মার্ক বাউচার।
ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বাউচার বলেন, ‘আমরা পরপর তিনটি টস হেরেছি। সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই একাধিক মানুষ এবং মিডিয়ার একাংশ আমাদেরকে কোনও পাত্তাই দেয়নি কার্যত। তারা আমাদেরকে বাদের খাতায় ফেলে দিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম টেস্টে বাজেভাবে হারার পরে দ্বিতীয় টেস্টে অসাধারণ জয় এবং তৃতীয় টেস্ট জিতে সিরিজ জয় নিঃসন্দেহে অনবদ্য।’
সিরিজে দলের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে এই সিরিজ জয় অন্যতম সেরা জয়। প্রথম পাঁচটি জয়ের মধ্যে এটি থাকবে। অন ফিল্ড এবং অফ দ্য ফিল্ড যা ঘটেছে তারপরে এই ফলাফল অসম্ভব ভালো ফলাফল। গোটা সিরিজে অত্যন্ত কঠিন লড়াই লড়তে হয়েছে দুই দলকেই। দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলা হওয়া সেরা সিরিজগুলোর অন্যতম এই সিরিজ।’
For all the latest Sports News Click Here