দক্ষিণ আফ্রিকার অধিনায়কের উচ্চতা নিয়ে উপহাস! বেঙ্গল টাইগার্সের টুইট ঘিরে বিতর্ক
সংবেদনশীল মনোভাবের জন্য বাংলাদেশ ক্রিকেট দল ও তাঁর ভক্তরা বহুবার সমালোচনার মুখে পড়েছেন। সেই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটল আবারও। মহেন্দ্র সিং ধোনির বিতর্কিত ছবি হোক বা শ্রীলঙ্কার বিরুদ্ধে নাগিন নাচ,বাংলাদেশের খেলার আগে অনেক ক্ষেত্রেই টাইগারদের এমন কাজ করতে দেখা গিয়েছে। যা দেখে সকলেরই লজ্জা হওয়া উচিত। আবারও এমন ঘটনা ঘটল। এবারও বাংলাদেশের ভক্তরা এমন কাণ্ড ঘটিয়েছেন যে, সকলেই তাদের সমালোচনা করছেন। এটি বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রস্তুতি ম্যাচের আগের ঘটনা।
বুধবার বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রস্তুতি ম্যাচটি হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। এই ম্যাচের আগে অবশ্যই বাংলাদেশের সমর্থকরা উত্তেজিত ছিল এবং এতে তারা একটা বড় ভুল করে বসে। এমন একটি কাজ করে বসে তারা স্পষ্ট করে যে তারা অন্যদের প্রতি কতটা সংবেদনশীল মনোভাব পোষণ করে।
আরও পড়ুন… ‘যদি এবারে রোহিতরা বিশ্বকাপ না জিততে পারে তাহলে…’ সুনীল গাভাসকরের স্পষ্ট কথা
বাভুমার উচ্চতা নিয়ে মজা করেছেন বাংলাদেশের সমর্থকেরা। এই ম্যাচের আগে আবুধাবি টি ১০ লিগের দল বেঙ্গল টাইগার্স একটি টুইট করেছে যাতে বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান এবং আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার সঙ্গে একটি ছবি রয়েছে। এই ছবিতে মজা করতে গিয়ে বড় ভুল করে বসেন তারা। বাভুমার উচ্চতা কম এবং সেই জন্যেই তাঁকে উপহাস করেছে বাংলাদেশের ভক্তরা। বেঙ্গল টাইগার্সের টুইটার হ্যান্ডেল এই ম্যাচের সময় এবং তারিখ সম্পর্কে একটি টুইট করা হয়েছে এবং এর সঙ্গে উভয় অধিনায়কের ছবি সংযুক্ত করা হয়েছে। তবে এতে শাকিবের ছবি বড়,এবং বাভুমার ছবিটা খুবই ছোট করে দেখান হয়েছে।
প্রশ্ন উঠেছে,দুই অধিনায়ককে দু’রকম দেখানো হল কেন?যদি দু’জনের ছবির মাপ এক হত তা হলে তো কোনও সমস্যা হত না। এটা করে কি দক্ষিণ আফ্রিকাকে ছোট দেখানোর চেষ্টা করা হয়েছে? উঠেছে বর্ণবিদ্বেষের অভিযোগও। সমালোচনা হচ্ছে বাংলাদেশেও। অনেকে তো সরাসরি জানিয়েছেন,মুখে বড় বড় কথা না বলে মাঠে নেমে আগে ম্যাচ জেতার চেষ্টা করা উচিত শাকিবদের।
আরও পড়ুন… জিতল লিভারপুল, টটেনহ্যামকে হারাল ম্যান ইউ, ম্যাচের মধ্যেই মাঠ ছেড়ে বিতর্কে রোনাল্ডো
এই ছবি দেখে গোটা ক্রিকেট বিশ্ব চটেছে। সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় উঠেছে। ভক্তরা সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যে, আগে তোমরা ভালো খেলে দেখাও তারপর এই রকম কথা বলবে। আমরা যদি বেঙ্গল টাইগারদের টুইটার হ্যান্ডেল দেখি,তার বায়োতে লেখা আছে তারা আবুধাবি লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।
এর আগে মহেন্দ্র সিং ধোনিকে নিয়েও মজা করা হয়েছিল।বাংলাদেশের ভক্তরা এ ধরনের কাজ বহুবার করেছেন। ২০১৫ সালে যখন মুস্তাফিজুর রহমান আসেন, তখন ভারতীয় ব্যাটসম্যানদের তার সামনে লড়াই করতে দেখা যায়। এর পরে একজন ভক্ত ভারতীয় খেলোয়াড়দের একটি ছবি প্রকাশ করেছিলেন যাতে ভারতীয় খেলোয়াড়রা তাদের অর্ধেক মাথা কামানো। সেই সঙ্গে ছিল মুস্তাফিজুরের ছবি। এর পরে,২০১৬ সালের এশিয়া কাপের আগে,একজন বাংলাদেশী ভক্ত আরেকটি ছবি তোলেন যাতে বাংলাদেশের বোলার তাসকিন আহমেদ তার হাতে ধোনির কাটা মাথা ছিল।
For all the latest Sports News Click Here