দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিউজিল্যান্ডকে পিছনে ফেলে ভারতের সুবিধা করল ইংল্যান্ড
ইংল্যান্ড সফরে যাওয়া দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ব্রিটিশদের মুখোমুখি হতে হয়েছিল। কেনিংটন ওভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে প্রোটিয়া দলকে ৯ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের এটি টানা দ্বিতীয় সিরিজ জয়। এছাড়া সম্প্রতি পতৌদি ট্রফির শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২৩ মরশুমের অধীনে খেলা এই সিরিজের পরে, WTC পয়েন্ট টেবিলেও একটি বড় বদল ঘটেছে।
আরও পড়ুন… বাইরে থেকে বসে অনেক কথাই বলা যায়! গম্ভীর-আখতারকে এক হাত নিলেন সাকলিন মুস্তাক
সোমবার ওভালে তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। স্টোকসদের জয়ের ফলে দক্ষিণ আফ্রিকাকে ICC বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2021-23 চক্রের ফাইনালে গুরুত্বপূর্ণ PCT (জয় শতাংশ) বাদ দিতে বাধ্য করেছে। প্রোটিয়ারা অবশ্য শ্রীলঙ্কা (৫৩.৩৩) এবং ভারত (৫২.০৮) এর চেয়ে এগিয়ে রয়েছে। দক্ষিণ আফ্রিকার বর্তমান পয়েন্ট ৬০। প্রোটিয়ারা এই মুহূর্তে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া ১০ ম্যাচে ছয়টি জয়ের সাথে WTC পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। তাদের জয়ের শতাংশ ৭০।
আরও পড়ুন… Asia Cup 2022: আফগান ম্যাচের পরেই সব বদলে গেল! জয়ের রহস্য ফাঁস করলেন হাসারাঙ্গা
ইংল্যান্ড সিরিজ জেতায় এখন ভারতেরও কিছুটা সুযোগ রয়েছে। ভারত টেবিলের চার নম্বরে থাকলেও উপরের দিকে পৌঁছানোনর সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। পরের সিরিজ যদি ভারত জেতে তাহলে পয়েন্ট টেবিলের অঙ্ক আরও বদলে যেতে পারে। ফলে বলা যেতেই পারে ইংল্যান্ডের জয়ে ভারতীয় দলের সামনে WTC টেবিলে উপরের দিকে ওঠার একটা সুযোগ তৈরি হয়েছে। হারের খেসারত দিতে হতে পারে দক্ষিণ আফ্রিকাকে। এই জয়ের ফলে নিউজিল্যান্ডকে টপকে গেল ইংল্যান্ড।
For all the latest Sports News Click Here