দক্ষিণী স্টাইলে ধুতি, বিয়েতে গিয়ে লাঠি নিয়ে কেন হাঁটছেন আমির! পায়ে কি চোট?
কমল হাসান, আমির খান, করণ জোহর, পৃথ্বীরাজ সুকুমারন, অক্ষয় কুমার, মোহনলাল থেকে আরও কত কে! বলিউড থেকে টলিউড, দুই ইন্ডাস্ট্রির তারকারাই সম্প্রতি হাজির হয়েছিলেন রাজস্থানের জয়পুরে, একটি বিয়ের অনুষ্ঠানে। কিন্তু বিয়েটা কার? জানা যাচ্ছে, দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি ইন্ডিয়া এবং স্টার ইন্ডিয়ার সভাপতি কে মাধবনের ছেলের বিয়েতে হাজির হয়েছিলেন তারকারা।
তবে জয়পুরে এই বিয়ের অনুষ্ঠানে সকলের নজর গিয়ে পড়ল আমির খানের দিকে। দক্ষিণী স্টাইলে সাদা ধুতি-পাঞ্জাবি পরে হাতে একখানা কালো লাঠি নিয়ে হাঁটতে দেখা গেল আমিরকে। এর আগে ভোপালে একটি বিয়ের অনুষ্ঠানে কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা গিয়েছিল আমিরকে। সেদিনও লাঠি হাতে দেখা গিয়েছিল অভিনেতাকে। সঙ্গে ছিলেন মালায়ালম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন এবং তার স্ত্রী সুপ্রিয়া সহ অন্যান্য তারকারা। যদিও জয়পুরের এই বিয়ের অনুষ্ঠানে শুধু আমির নন, সকলকেই দক্ষিণী ঐতিহ্য মেনে মুন্ডু ধুতি পরেছিলেন। সে তো নাহয় হল, তবে সকলেরই প্রশ্ন আমির কেন লাঠি নিয়ে কেন হাঁটছেন? পায়ে কি চোট? এমনই প্রশ্ন করেছেন নেট জনতা। কারোর প্রশ্ন আজকাল অনেক বিয়ের অনুষ্ঠানেই যেতে দেখা যাচ্ছে আমিরকে, এরই বা কারণ কী? সচরাচর আমিরকে আগে সেভাবে খুব বেশি অনুষ্ঠানে যোগ দিতে দেখা যেত না।
আবার জয়পুরের এই বিয়ের অনুষ্ঠানে গিয়েই আবার পাঞ্জাবি ভাংড়া নাচতে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে। ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে, অক্ষয় মোহনলালকে ট্যাগ করে লিখেছেন, ‘আমি চিরকাল আপনার সঙ্গে এই নাচটি মনে রাখব @মোহনলাল স্যার। একেবারে স্মরণীয় মুহূর্ত।’ কখনও আবার কমল হাসানের সঙ্গে গল্প জুড়তে দেখা যায় আক্কিকে।
কিছুদিন আগে প্রাক বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা গিয়েছিল শঙ্কর মহাদেবনকে। সেখানেও হাজির ছিলেন করণ জোহর। করণ অবশ্য কমবেশি বলিউডের বেশিরভাগ বিয়ের অনুষ্ঠানেই যান, সম্প্রতি সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে রাজস্থানের জয়সলমেরেও গিয়েছিলেন তিনি। যা নিয়ে নেটপাড়ার লোকজন মজা করে বলেছেন, করণ বেশ খুশি, ওকে সব বিয়েতেই নিমন্ত্রণ করা হয়। যদিও কিছুদিন আগে ভিকি-ক্যাটরিনার বিয়েতে আমন্ত্রণ না জানানো হলে দুঃখ পেয়েছেন বলে জানিয়েছিলেন করণ।
For all the latest entertainment News Click Here