দক্ষিণী তারকাকে দেখতে হাজার-হাজার মানুষের ভিড়! বাধ্য হয়ে বাতিল করতে অনুষ্ঠান
অতিরিক্ত ভিড়ের কারণে বাতিল করতে হল অনুষ্ঠান। ঘটনাটি ঘটেছে কোচিতে। অভিনেতার তভিনো থমাসের নতুন ছবি ‘থল্লুমালা’ (Thallumaala) প্রচারের জন্য সেখানকার একটি মলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাঁকে দেখতে জড়ো হয়েছিলেন হাজার হাজার অনুরাগী। এক সময় ভিড় উপচে পড়ে। তখনই সাবধানতার কথা মাথায় রেখে বাতিল করতে হয় অনুষ্ঠান।
মলে অগুনতি মানুষের ছবি, ভিডিয়ো ইতিমধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সে রকমই একটি ভিডিয়ো পোস্ট করে তভিনো বলছেন, এমন জমায়েত তিনি জীবনে আগে কখনও দেখেননি।
সেই অনুষ্ঠানের ভিডিয়ো দেখে নেটিজেনরাও এক প্রকার অবাক। শুধু মাত্র একজন তারকাকে একটি বার চোখের দেখা দেখতে জমা হয়েছেন হাজার হাজার মানুষ!
অনুষ্ঠান বাতিল করা নিয়ে অভিনেতা বলেন, ‘আমরা মলের প্রবেশদ্বারে বিশাল ভিড় দেখলাম। কিন্তু ভাবতে পারিনি, সকলেই মলের ভিতরে ঢুকবেন। বুঝতে পারিনি যে এত মানুষ আসবেন। জানি না এটা ভালো না খারাপ। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের ছবির প্রচারকার্য চালাতে পারিনি। ভিড়ের জন্য অনুষ্ঠানটা করা সম্ভব হয়নি। এমনকী মঞ্চেও প্রচুর লোক ছিল। এত ভিড় জীবনে দেখিনি।’
শুক্রবার মুক্তি পেয়েছে অভিনেতার অ্যাকশন-কমেডি। তার আগেই প্রচারের জন্য এই অনুষ্ঠানটি করতে চেয়েছিলেন তিনি। নিজেরই বিয়েতে এক ভ্লগারের সঙ্গে বিতণ্ডার কারণে কী ভাবে তভিনো অভিনীত চরিত্রটি রাতারাতি জনপ্রিয়তা পাবে, তা নিয়েই তৈরি হয়েছে ছবিটি।
মাস কয়েক আগে ‘Minnal Murali’ নামে একটি ছবিতে দেখা গিয়েছে তাঁকে। আপাতত অভিনেতার হাতে রয়েছে ‘Adrishya Jalakangal। এই ছবিতে অভিনেত্রী নিমিশা সজয়নের সঙ্গে ফের চার বছর পর কাজ করবেন তিনি।
For all the latest entertainment News Click Here