দঃআফ্রিকার ইনিংসে ধস নামিয়ে ইতিহাস গড়লেন IPL নিলামে ১৭.৫ কোটি পাওয়া অজি তারকা
গত শুক্রবার আইপিএল নিলামে অজি ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি দামে (১৭ কোটি ৫০ লক্ষ টাকা) বিক্রি হয়ে সর্বকালীন রেকর্ড গড়েন গ্রিন। সোমবার মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ধস নামিয়ে আরও একটি সর্বকালীন ইতিহাস গড়লেন অজি অল-রাউন্ডার।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। একসময় মাত্র ৬৭ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। তবে মারকো জানসেনকে সঙ্গে নিয়ে কাইল ভেরেইন দলের বিপর্যয় রোধ করেন।
শেষে জানসেন ও ভেরেইন, দু’জনকে ফিরিয়েই ফের প্রোটিয়া ইনিংসে ধস নামান গ্রিন। শেষমেশ দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ১৮৯ রানে অল-আউট হয়ে যায়। ক্যামেরন গ্রিন প্রথম ইনিংসে ১০.৪ ওভার বল করে ৩টি মেডেন-সহ ২৭ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন।
আরও পড়ুন:- Year-Ender 2022: সবার উপরে সূর্য, ২০২২-এ আন্তর্জাতিক T20-র সর্বোচ্চ রান সংগ্রহকারীদের সেরা পাঁচে রয়েছেন আরও এক ভারতীয়
টেস্ট কেরিয়ারে গ্রিন এই প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। কেরিয়ারের সেরা বোলিং করার পাশাপাশি ক্যামেরন অন্য একটি সর্বকালীন নজিরও গড়ে ফেলেন মেলবোর্নে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নেওয়া প্রথম অজি ক্রিকেটারে পরিণত হন তিনি।
দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি করেন কাইল ও মারকো। কাইল ৫২ রান করে সাজঘরে ফেরেন। ৯৯ বলের ইনিংসে তিনি ৩টি চার মারেন। জানসেন দলের হয়ে সব থেকে বেশি ৫৯ রান করে আউট হন। ১৩৬ বলের ইনিংসে তিনি ১০টি চার মারেন।
আরও পড়ুন:- IND vs BAN: প্রাপ্তি অনেক, খামতিও রয়েছে বিস্তর, বাংলাদেশ সফরে ভারতীয় দলের সব থেকে খারাপ ৫টি বিষয়ে চোখ রাখুন
এছাড়া ডিন এলগার ২৬, সারেল এরউই ১৮, থিউনিস ডি’ব্রুইন ১২, তেম্বা বাভুমা ১, খায়া জোন্দো ৫, কেশব মহারাজ ২, কাগিসো রাবাদা ৪, লুঙ্গি এনগিদি ২ ও এনরিখ নরকিয়া অপরাজিত ১ রান করেন। কাইল ও মারকো ছাড়াও গ্রিন সাজঘরে ফেরান ডি’ব্রুইন, রাবাদা ও এনগিদিকে।
গ্রিনের ৫ উইকেট ছাড়া প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ৩৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন মিচেল স্টার্ক। ৩৪ রানে ১টি উইকেট নিয়েছেন স্কট বোল্যান্ড। ৫৩ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন ন্যাথন লিয়ঁ। প্যাট কামিন্স ১৪ ওভারে ৩০ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াও শুরুতেই উসমান খোওয়াজার (১) উইকেট হারিয়ে বসে। তবে তারা প্রথম দিনের খেলা শেষ করে ১ উইকেটে ৪৫ রান তুলে। ডেভিড ওয়ার্নার ৩২ ও মার্নাস ল্যাবুশান ৫ রানে নট-আউট থাকেন। আপাতত অস্ট্রেলিয়া পিছিয়ে ১৪৪ রানে।
For all the latest Sports News Click Here