‘থ্রি ইডিয়টস’এর মতো ফিল্মি বাপ-ছেলে ঝগড়া করেছিল মাধবন, কেঁদে ফেলেছিল তাঁর বাবা!
বলিউডের হাতে গোনা ছবিতে কাজ করেছেন আর মাধবন। যদিও দক্ষিণী ছবিতে কাজ করেছেন বেশি। অভিনেতার ভক্তের সংখ্যাও নিছক কম নয়! তবে, জানেন কি আর মাধবনের উপর বেশ বিরক্ত হয়েছিলেন তাঁর বাবা! এমনকী, ফেলেছিলেন চোখের জলও।
‘বনেগি আপনি বাত’, ‘আরোহন’-র মতো টিভি শো দিয়ে কেরিয়ার শুরু করেন মাধবন। তবে পরিচিতি পান ২০০০ সালে মনি রত্নম পরিচালিত তামিল ছবি ‘আলাইপায়ুদে’ দিয়ে। যার হিন্দি রিমেক ছিল ‘সাথিয়া’। ‘রহেনা হ্যায় তেরে দিল মে’, ‘থ্রি ইডিয়টস’, ‘তন্নু ওয়েডস মন্নু’, ‘তন্নু ওয়েডস মন্নু রিটার্নস’, ‘বিক্রম বেদা’য় অভিনয় করেছেন তিনি।
ইউটিউব চ্যানেল কার্লি টেলস-র এক সাক্ষাৎকারে মাধবনের কাছে জানতে চাওয়া হয় তিনি অভিনয়কেই কেরিয়ার বানাতে চান শুনে তাঁর পরিবার কি খুশি হয়েছিল? যা শুনে হেসে মাধবন জানান, ‘না না একেবারেই নয়। বরং পুরো থ্রি ইডিয়েটস। আমার বাবা-মা চাইত আমি ইঞ্জিনিয়র হই। টাটায় চাকরি করি আর ওখানেই থাকি (মাধবনের জন্ম জামশেদপুরে)। তবে ছোটবেলা কী করব এটা স্পষ্ট না হলেও এটা আমি জানতামই যে জামশেদপুরে থেকে ৩০ বছর ধরে একই চাকরি করা আমার পক্ষে সম্ভব না। যেটা আমার বাবা খুব সুন্দ ভাবে করেছে। কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না। ’
মাধবন জানান, ‘‘ওরা আমার সিদ্ধান্তে হতাশ হয়েছিল। এমনকী বাবা চোখের জলও ফেলেছিল। আমার মনে আছে বাবার বলা একটা কথা, ‘জানি না তোমায় বড় করায় কী ভুল আমরা করেছি।’ আমার মনে আছে আমি বাবাকে বলেছিলাম, ‘আমি জানি না কি করতে পারব, তবে এটা জানি ইঞ্জিনিয়র হওয়া আমার পক্ষে সম্ভব নয়।’ শুনে বাবা হতভম্ব হয়ে পড়েছিল। তবে এটাও বুঝে গিয়েছিল, এবার থেকে আমি নিজেই নিজের খেয়াল রাখতে পারব।’’
For all the latest entertainment News Click Here