থ্রি ইডিয়টসের ‘প্রাইস ট্যাগ’কে মনে পড়ে! সুহাসের কাছে হঠাৎ কেন ক্ষমা চাইল যুবক?
মুক্তির এক দশকের বেশি সময় পার হয়েছে। তবে ‘থ্রি ইডিয়টস’ ছবিটি আজও হিন্দি ছবির দর্শক ভুলতে পারেনি। আমির খান, আর মাধবন,শরমন যোশি অভিনীত এই ছবিতে তিন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জীবনের চড়াই-উতরাই ধরা পড়েছিল। রাজু হিরানির এই ছবির সঙ্গে একাত্ম হতে পেরেছিলেন আট থেকে আশি সকলেই। তবে শুধু ব়্য়াঞ্চো,ফারহান আর রাজুই নয় এই ছবির প্রতিটি চরিত্র ঘর করে রয়েছে সিনেপ্রেমীদের মনে।
এই ছবির ‘প্রাইস ট্যাগ’ সুহাসকে মনে পড়ে? যার সঙ্গে বিয়ের মণ্ডপে সাত পাক ঘোরবার কথা ছিল করিনার। শুরুতে এনগেজমেন্ট ভেঙে দিলেও শেষে ফের একবার সুহাসকেই নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছিল পিয়া, যদিও ফারহান আর রাজুর কারিকুরিতে সেই বিয়ে ভেস্তে যায়। ছবিতে সুহাসের চরিত্রে অভিনয় করেছিলেন ফরাসি অভিনেতা অলিভিয়ার ল্যাফন্টের। আচমকাই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে সুহাস ওরফে অলিভিয়ার ল্য়াফন্ট (Olivier LaFont)।
রাজ কুমার হিরানি দেখিয়েছিলেন, দামী জিনিসের প্রতি কতটা আসক্ত সে। প্রত্যেক জিনিসের দাম মনে রাখায় মজা করে ব়্য়াঞ্চো তাঁকে ‘প্রাইস ট্যাগ’-এর তকমা দিয়েছিল। সুহাসকে ঘিরে সেই সময় কম মিম তৈরি হয়নি। চার লাখের ঘড়ি হারিয়ে ফেলেছে হবু বউ পিয়া (করিনা), একথা জেনে তাঁর যা প্রতিক্রিয়া হয়েছিল তা দেখে রাগ হয়েছিল দর্শকদের।
সব কিছু দাম দিয়ে বিচার করা সুহাসকে সেইসময় মনে না ধরলেও সম্প্রতি এক নেটিজেন তাঁর কাছে ক্ষমা চেয়েছে। সেই টুইট ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়। আর্যাংশ নামের ওই যুবকের কথায়, ছোটবেলায় যখন তিনি ‘থ্রি ইডিয়টস’ দেখেছিলেন সেই সময়ে সুহাসকে তাঁর খলনায়ক মনে হয়েছিল। তবে এখন উপলব্ধি করেছেন, আদতে সুহাস ‘ভালো মানুষ’। বর্তমান সময়ে দাঁড়িয়ে তিনি বোঝেন যে নিজের পরিশ্রমের টাকায় কেনা চার লাখ টাকা দামের ঘড়ি হারিয়ে গেলে কতটা আঘাত লাগে। পাশাপাশি, চারশো ডলার দামের জুতো নোংরা হয়ে গেলেও খারাপ লাগাটা অস্বাভাবিক নয়।
জনৈকের এই ভাইরাল টুইট নজর এড়ায়নি অলিভিয়ার ল্য়াফন্টের। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় এর জবাব দিয়েছেন তিনি। অভিনেতা জানান, সম্প্রতি আমি অনেক মেসেজ পাচ্ছি। লোকজন আমার কাছে ক্ষমা চাইছে সুহাস টন্ডনের চরিত্রকে ভুল বোঝার জন্য। বহু বছর আগে ‘থ্রি ইডিয়টস’ ছবিতে আমি এই ভূমিকায় অভিনয় করেছিলাম। আর্যাংশ সিং-এর টুইটটি তো ভাইরাল যেখানে জীবনে অর্থের গুরুত্বের কথা উল্লেখ করেছেন তিনি। ভাবতে অবাক লাগে কেমনভাবে এই ছবির গুরুত্ব এবং ওই চরিত্রের প্রভাব সেই সময়ও ছিল আর আজকেও আছে। এটা ভেবে ভালো লাগছে, যে দেরিতে হলেও সুহাসকে মানুষজন ভালোবাসছে’।
সুহাস চরিত্রটি নিয়ে আপনার কী মতামত?
For all the latest entertainment News Click Here