থিয়েটারের ‘রাজা’ আমির রাজা হোসেন প্রয়াত, কাজ করেছেন সোনম-ফাওয়াদের ছবিতেও
প্রয়াত বিখ্যাত থিয়েটার পরিচালক আমির রাজা হুসেন। তাঁর শো ‘কারগিল’ এবং ‘দ্য লেজেন্ডস অফ রাম’ বহুল বিখ্যাত। শনিবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন মাত্র ৬৬ বছর বয়সে। লখনউয়ের একটি সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। রেখে গেলেন তার স্ত্রী বিরাট তলওয়ার এবং সন্তান কানিজ সুকাইনা এবং গুলাম আলী আব্বাসকে। পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
সাবলীল, স্পষ্টভাষী এবং উচ্চাভিলাষী আমির রাজা হোসেন থিয়েটারের মাস্টার হিসেবে পরিচিত ছিলেন। ১৯৯০-এর দশকে তাঁর তৈরি দ্য লেজেন্ড অফ রাম বিশেষ উল্লেখের দাবি রাখে, যেটি রামায়ণের একটি মহাকাব্যিক পুনরুত্থান ছিল। তারপরে ২০০০ সালে তৈরি করেন দ্য ফিফটি ডে ওয়ার শিরোনামের একটি দুর্দান্ত মঞ্চ উপস্থাপনা। যা তৈরি হয়েছিল কার্গিল যুদ্ধের উপর ভিত্তি করে। যাতে অভিনয় করেছিলেন ১৪০ জন শিল্পী। এবং এটির বাজেট ছিল ৭০ লক্ষ টাকা।
শনিবার দিল্লিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন হুসেন, যেখানে তিনি থাকতেন শেষ সময়ে। থিয়েটার জগতে শোকের ছায়া।
হুসেন দুটি সিনেমায় অভিনয় করেছিলে রুডইয়ার্ড কিপলিং-এর উপন্যাস অবলম্বনে ‘কিম’ (১৯৮৪), পিটার ও’টুলে ছিলেন যেখানে প্রধান চরিত্রে। এবং শশাঙ্ক ঘোষের রোমান্টিক কমেডি ‘খুবসুরত’ (২০১৪), সোনম কাপুর অভিনীত এবং ফাওয়াদ খান অভিনীত। তবে তাঁর আসল ভালোবাসা ছিল থিয়েটারই।
বিগত কয়েক বছর ধরে তিনি আউটডোরে মঞ্চস্থ বেশ কয়েকটি নাটক নির্মাণ করেন। যার মধ্যে রয়েছে ‘সারে জাহান সে আচ্ছা’, ‘১৯৪৭ লাইভ’ এবং ‘সত্যমেব জয়তে’, যা ১৯৯৯ সালে দিল্লিতে ১৪ শতকের হজে খাস স্মৃতিস্তম্ভের পটভূমিতে মঞ্চস্থ হয়েছিল।
এর আগে ১৯৯৮ সালে হোসেন এবং তার দল দিল্লি ট্যুরিজমের সঙ্গে সহযোগিতায় ‘চৌদভিন কা চাঁদ’-এর আয়োজন করে লাল কেল্লা এবং তার ২ কিলোমিটার প্রসারিত এলাকা ফতেপুর মসজিদ ঘনিষ্ঠ এলাকায়, যা বর্তমানে দিল্লি ৬ উৎসব হিসেবে পালিত হয়। ৯১টি প্রযোজনা এবং ১১০০টিরও বেশি পারফরম্যান্সের কারণে তাঁকে ২০০১ সালে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হোসেনকে দুঃখপ্রকাশ করে বলতে শোনা গিয়েছিল আমাদের দেশে থিয়েটারকে হয় শখ হিসেবে দেখা হয়, বা দ্বিতীয় পেশা। কারণ প্রাথমিক পেশা হিসেবে নেওয়ার মতো আয় এর থেকে আসা সম্ভব নয় বলেই মনে করেন অনেকে। যদিও হোসেনের মতো অগ্রগামী প্রমাণ করেছিলেন এই ধারণা কতটা ভুল।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here