‘থালা ইজ ব্যাক’, CSK-র ত্রাতা সেই ধোনি, ১৬১ দিন পর মাঠে নেমে করলেন অপরাজিত ৫০
দলের কেউ খেলতে পারছিলেন না। রবীন্দ্র জাদেজা তো ব্যাটে সেভাবে বলই ঠেকাতে পারছিলেন না। সেই বিপদের সময় আবারও চেন্নাই সুপার কিংসের ত্রাতা হয়ে উঠলেন ‘থালা’ মহেন্দ্র সিং ধোনি। ১৬১ দিন পর মাঠে নেমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে ৩৮ বলে অপরাজিত ৫০ রান করলেন।
শনিবার আইপিএলের প্রথম ম্যাচে টসে হেরে শুরুতেই ধাক্কা খায় চেন্নাই। সেই ধাক্কা সামলে উঠতে পারেননি জাদেজারা। ৬১ রানে পাঁচ উইকেট পড়ে যায়। জাদেজা তো সেভাবে টাইমিং পাচ্ছিলেন না। ১৭ ওভারে সিএসকের স্কোর ছিল পাঁচ উইকেটে ৮৪ রান। সেখান থেকে শুরু হয় ধোনি ধামাকা। আন্দ্রে রাসেলের ১৮ তম ওভারে তিনটি চার মারেন। শেষেরটায় ভাগ্যের কিছুটা সহায়তা পেলেও দু’হাত বাড়িয়ে সেই বাউন্ডারি গ্রহণ করে চেন্নাই। শেষপর্যন্ত ৩৮ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন। একটি ছক্কা এবং সাতটি চার মারেন।
আরও পড়ুন: ধোনি জাদু, মাহির অর্ধশতরানে ভর করেই ৫ উইকেটে ১৩১ করল সিএসকে
ধোনির সেই ইনিংসে মজেছেন নেটিজেন থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরা। অভিনেতা সলমন খানের একটি ছবি পোস্ট করে প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর লেখেন, ‘আমি অবশ্যই কুস্তি ছেড়ে দিয়েছি। কিন্তু লড়াই করতে ভুলে যাইনি।’ অভিনেত্রী বিজয়লক্ষ্মী লিখেছেন, ‘ওয়ান ম্যান আর্মি। ধোনি যখন মাঠে আছেন, তখন ভয় পাওয়ার কী আছে। ব্যাক ইন অ্যাকশন।’ এক নেটিজেন বলেন, ‘কী দুর্দান্ত ম্যাচ শেষ করলেন মহেন্দ্র সিং ধোনি।’
সিএসকের প্রাক্তন অধিনায়কের প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকরও। তিনি বলেন, ‘খুব ভালো খেলেছ মহেন্দ্র সিং ধোনি। ঢিমেতালে শুরুটা করেছিল। কিন্তু নিজের অভিজ্ঞতা, ধৈর্য, আগ্রাসন এবং সাধারণ ধারণা ব্যবহার করে চেন্নাই সুপার কিংসকে সেখানে নিয়ে গিয়েছে, যেখানে ওরা আছে। তবে এই পিচে ওই রানটা (১৩২ রানের লক্ষ্যমাত্রা) রক্ষা করতে গেলে চেন্নাইকে খুবই ভালো বল করতে হবে।’
For all the latest Sports News Click Here