‘থার’-এর শ্যুটে অনিলের উপদেশ শোনেননি ছেলে হর্ষবর্ধন, ‘আমারই ভুল ছিল…’
নেটফ্লিক্সের সিনেমা ‘থার’-এ অনিল কাপুরকে দেখা যাবে হর্ষবর্ধন কাপুরের সাথে। এই নিয়ে দ্বিতীয়বার একসাথে কাজ করলেন অনিল আর হর্ষবর্ধন। আর তার জেরেই ছেলেকে সু-পরামর্শ দিতে গিয়েছিলেন অভিনেতা। যদিও তা ফিরিয়ে দিয়ে নিজের মতো করেই নাকি সেই দৃশ্যের শ্যুট করেন ছেলে।
সোমবার সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে একথা খোলস করেন অনিল। পরে নাকি তিনি বুঝতে পারেন হর্ষবর্ধন কাপুর তাঁর কথা না শুনে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
অনিলের কথায়, ‘তখন আমরা থারের শ্যুট করছিলাম, আমার একটা-দুটো উপদেশ দিতে চেষ্টা করেছিলাম। কিন্তু ও ফিরিয়ে দেয়। ও ওর মতো করেই সেই কাজগুলি করে। আর ওই ঠিক ছিল, আমি ভুল। ওর সাথে কাজ করা আমি খুব উপভোগ করেছি।’
অনিল ছেলে হর্ষের সাথে প্রথম ছবি ‘একে ভার্সেস একে’-র কাজের কথাও শেয়ার করেন এদিন, যেখানে হর্ষ গেস্ট অ্যাপিয়ারেন্স করেছিল। হিন্দি ভাষার এই ব্ল্যাক কমেডি থ্রিলার পরিচালনা করেছিলেন বিক্রমাদিত্য মোতওয়ানে। যাতে কেমিও করেছিলেন সোনম কাপুরও। ২০২০ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল সেই ছবিখানা। আরও পড়ুন: ‘দাদু’ হওয়ার খুশিতে আনন্দে আত্মহারা অনিল কাপুর, মেয়ে-জামাইয়ের জন্য খোলা চিঠি
অনিলকে বলতে শোনা যায়, ‘একটা অস্থিরতা আর উদ্বেগ ছিল যখন ও প্রথম একে ভার্সেস একে-র কাজ শুরু করে। ছবিতে হর্ষের একটা লম্বা মনোলগ ছিল, আর আমি নিজের কেরিয়ারে এরকম কাজ কখনও করিনি। কিন্তু তারপর যখন হর্ষ শ্যুট শেষ করে তখন বিক্রম (মোতওয়ানে) আর অনুরাগ (কাশ্যপ) উঠে এসে ওকে জড়িয়ে ধরে। আর তখন আমি বুঝতে পারি ওর কত ক্ষমতা। মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে ও চাপা আর খুব সিরিয়াস গোছের। ওকে যখন ওরকম একটা হাসির সিন করতে দেখি আমি খুশি হই যে মিডিয়া, সমালোচক আর সবাই কীভাবে ওর কাজের প্রশংসা করছে। আমি খুব খুশি আর গর্বিত হই এটার ফলে।’
নেটফ্লিক্সে ‘থার’ মুক্তি পাবে ৬ এপ্রিল। যেখানে অনিল একজন পুলিশ অফিসার আর হর্ষবর্ধন একজন অপরাধী। ছবিতে রয়েছেন ফতিমা সানা শেখ ও সতীশ কৌশিক।
For all the latest entertainment News Click Here