থার্ড পার্সনের জন্য বারবার ‘কপাল পুড়ছে’! বাজারে ‘মাম্পি’ রুকমাকে নিয়ে নতুন মিম
বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ রুকমা রায়। একাধিক ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। তবে ‘দেশের মাটি’র মতো চর্চা কখনও হয়নি। একদম প্রথমে ধারাবাহিকের মুখ্য চরিত্র না হলেও সকলের মনে জায়গা করে নিয়েছেন রুকমা রায়। তাঁর আর রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের সমীরকণ এতটাই পছন্দ যে সোশ্যাল মিডিয়ায় খোলা হয়েছে RAMPI ফ্যান ক্লাব। বারবার ধারাবাহিকের মুখ্য চরিত্রে থাকা নোয়া-কিয়ানের সঙ্গে তুলনা হয় রাজা-মাম্পির।
সে যাই হোক, নেটপাড়ায় কিছুদিন ধরেই ঘোরাফেরা করছে একটা নতুন মিম। যা বলছে ‘কপাল পোড়া রুকমা দিদি’র। সেখানে আবার ছবি দিয়ে বোঝানো হয়েছে বারবার তৃতীয় ব্যক্তি আসায় সম্পর্ক ভাঙে রুকমার। আর সে মনে ব্যথা পায়।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ রুকমা রায়। একাধিক ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। তবে ‘দেশের মাটি’র মতো চর্চা কখনও হয়নি। একদম প্রথমে ধারাবাহিকের মুখ্য চরিত্র না হলেও সকলের মনে জায়গা করে নিয়েছেন রুকমা রায়। তাঁর আর রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের সমীরকণ এতটাই পছন্দ যে সোশ্যাল মিডিয়ায় খোলা হয়েছে RAMPI ফ্যান ক্লাব। বারবার ধারাবাহিকের মুখ্য চরিত্রে থাকা নোয়া-কিয়ানের সঙ্গে তুলনা হয় রাজা-মাম্পির।
সে যাই হোক, নেটপাড়ায় কিছুদিন ধরেই ঘোরাফেরা করছে একটা নতুন মিম। যা বলছে ‘কপাল পোড়া রুকমা দিদি’র। সেখানে আবার ছবি দিয়ে বোঝানো হয়েছে বারবার তৃতীয় ব্যক্তি আসায় সম্পর্ক ভাঙে রুকমার। আর সে মনে ব্যথা পায়। |#+|
মিমে প্রথমেই রয়েছে ‘কিরণমালা’ ধারাবাহিকের কথা। যেখানে রাজকন্যা ‘কিরণ’ ওরফে রুকমা ভালবেসেছিলেন রাজপুত্র পৃথ্বীরাজকে। সেখানে কিরণের পথের কাঁটা ‘বজ্রমালা’ ওরফে মধুবনী ঘোষ।
এরপর ‘কুন্দফুলের মালা’। যেখানে ‘অংশু’ আর ‘ঘুঙুর’-এর মাঝে এসেছিল ‘শকুন্তলা’। যেখানে রুকমা রায় অভিনয় করেছিলেন ইন্দ্রজিৎ চক্রবর্তী, সোনালী চৌধুরীর সঙ্গে।
আর এবার রাজা আর মাম্পির মাঝে এল নীলপাখি। স্বৈরিতি বন্দ্যোপাধ্যায় এবার হয়েছেন রুকমার ভালোবাসার পথের কাঁটা। আর এতেই মন খারাপ নেটপাড়ার। মিমে অবশ্য রুকমার একটি ছবি ব্যবহার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে চোখের জল ফেলছেন অভিনেত্রী। আর বলছেন, ‘একটা সিরিয়ালেও কি শান্তিতে সংসার করতে পারব না আমি?’
‘দেশের মাটি’র গল্প অনুসারে দিন দিন বেড়েই যাচ্ছে রাজা আর মাম্পির মধ্যে সমস্যা। যার সবথেকে বড় কারণ মাম্পির মা অর্থাৎ রাজার সেজ মা। সে মেয়ের মাথায় বারবার ঢোকাচ্ছে মুখার্জী বাড়িতে ছেলে কিয়ানের যত্ন অনেক বেশি, জামাই রাজার থেকে। আর সেই নিয়েই সবার সঙ্গে লড়াই করছে মাম্পি। যা পছন্দ নয় রাজার।
For all the latest entertainment News Click Here