থামানো যাচ্ছে না শাকিব-ইফতিকারকে, ফের ধুমধাড়াক্কা ব্যাটিং বরিশালের ২ তারকার
চলতি বাংলাদেশ প্রিমিয়র লিগে থামানো যাচ্ছে না শাকিব আল হাসান-ইফতিকার আহমেদ জুটিকে। টানা দু’টি ম্যাচে ঝোড়ো ব্যাটিং করে ফর্চুন বরিশালকে জেতালেন দুই তারকা।
আগের ম্যাচে রংপুর রাইডার্সের বিরুদ্ধে ঝোড়ো শতরান করেছিলেন ইফতিকার। এবার ঢাকা ডমিনেটর্সের বিরুদ্ধে আগ্রাসী হাফ-সেঞ্চুরি করলেন পাক তারকা। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্য়ে ৩৪ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন তিনি।
অন্যদিকে শাকিব গত ২টি ম্যাচে পরপর ২টি হাফ-সেঞ্চুরি করেন। এবার ঢাকার বিরুদ্ধে ১৭ বলে ৩০ রান করে মাঠ ছাড়েন বরিশালের ক্যাপ্টেন। আগ্রাসী ইনিংসে শাকিব ৪টি চার ও ১টি ছক্কা মারেন।
চট্টগ্রামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বরিশাল। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৩ রান সংগ্রহ করে। শাকিব ও ইফতিকার ছাড়া বড় রান পেয়েছেন মাহমুদুল্লাহ। তিনি ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। এছাড়া সইফ হাসান ১০, এনামুল হক ৬, মেহেদি হাসান মিরাজ ১৭ ও চতুরঙ্গ ডি’সিলভা ১০ রান করেন।
আরও পড়ুন:- ‘ও নাকি ফুরিয়ে গিয়েছে!’ রোনাল্ডোর সমালোচকদের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ কোহলির
ঢাকার হয়ে নাসির হোসেন ১৬ রানে ২টি উইকেট নেন। এছাড়া সলমন ইর্শাদ, আরাফত সানি ও মুক্তার আলি ১টি করে উইকেট পকেটে পোরেন। উইকেট পাননি তাস্কিন আহমেদ।
জবাবে ব্যাট করতে নেমে ঢাকা ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬০ রানে আটকে যায়। ১৩ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে বরিশাল। নাসির হোসেন ৩৬ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। মহম্মদ মিঠুন আউট হন ৩৮ বলে ৪৭ রান করে। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন।
এছাড়া উসমান ঘানি ৩০, সৌম্য সরকার ১৬, মহম্মদ ইমরান ৩ ও আরিফুল হক ৫ রান করেন। বরিশালের হয়ে ১টি করে উইকেট নেন মহম্মদ ওয়াসিম, চতুরঙ্গ ডি’সিলভা ও করিম জানাত। শাকিব ৪ ওভারে ৩০ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি। মাত্র ১ ওভার বল করে ৬ রান খরচ করেন মেহেদি হাসান মিরাজ। তিনিও উইকেট তুলতে ব্যর্থ হন।
আরও পড়ুন:- এক্কেবারে খাঁটি পরামর্শ দিয়েছেন অশ্বিন, মেনে নিলেন ভারতের বোলিং কোচ, কোন পরামর্শ?
এই জয়ের সুবাদে ৬ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে বরিশাল। আপাতত তারা লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়েই এক নম্বরে রয়েছে সিলেট স্ট্রাইকার্স।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here