থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার ছাড়পত্র পেল বাংলাদেশ
আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ কোয়ালিফায়ার টুর্নামেন্টের সেমিফাইনালে থাইল্যান্ডকে পরাজিত করল বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ১১ রানে থাইল্যান্ডকে হারিয়েছে। এই জয়ের ফলে পরের বছর অনুষ্ঠিত মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করল বাংলাদেশ। এর আগে অবশ্যে জিম্বাবোয়েকে পরাজিত করে প্রথম সেমিফাইনালে জিতেছিল আয়ারল্যান্ড। রোমাঞ্চকর লড়াইয়ে জিম্বাবোয়েকে হারিয়ে আগেই ২০২৩ আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছিল আয়ারল্যান্ড।
উল্লেখ্য, দশ দলের অংশগ্রহণে হতে যাওয়া ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক হিসেবে আগে থেকেই জায়গা নিশ্চিত ছিল দক্ষিণ আফ্রিকার। এছাড়া র্যাংকিং বিবেচনায় ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পেয়েছে সরাসরি বিশ্বকাপের টিকিট।
আরও পড়ুন… ভিডিয়ো: ২ বলে ১০ রান! ৫০০ স্ট্রাইক রেটে ম্যাচ জিতিয়ে আবারও নিজেকে প্রমাণ করলেন কার্তিক
প্রথম সেমিফাইনালে, আয়ারল্যান্ড ২০ ওভারে ১৩৭/৬ স্কোর করে, যার জবাবে জিম্বাবোয়ের দল ১৩৩/৬ স্কোর করে। চার ওভারে মাত্র ১৮রান দিয়ে দুই উইকেট নেওয়ার জন্য জান ম্যাগি ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ১১৩/৫ স্কোর করে। যার জবাবে থাইল্যান্ডের দল ১০২/৬ স্কোর করতে সক্ষম হয়। থাইল্যান্ডের নাত্তাকান চ্যান্টাম তাঁর ৬৪ রানের দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন।
বিশ্বকাপ বাছাইপর্বে টানা চতুর্থ জয়ের ফলে নিজেদের প্রাথমিক লক্ষ্য পূরণ করে ফেলল বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। থাইল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে ১১ রানের জয়ে ফাইনালের সঙ্গে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিটও নিশ্চিত করে ফেলল বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১১৩ রানের বেশি করে বাংলাদেশ। তবে অল্প পুঁজি নিয়েই দারুণ লড়াই করে থাইল্যান্ড। তারা ১০২ রানে আটকে যায়। যার ফলে আয়ারল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে পৌঁছে গেলো নিগার সুলতানা জ্যোতির দল।
আরও পড়ুন… অবাক হয়েছি যেভাবে ব্যাটে লাগল, গত ১০ মাস ধরে মেরে খেলেছি- রোহিত
২৫ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের ফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ, আর তৃতীয় স্থানের জন্য থাইল্যান্ডের মুখোমুখি হবে জিম্বাবোয়ে। স্কটল্যান্ড পঞ্চম স্থানের জন্য পাপুয়া নিউ গিনির মুখোমুখি হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সপ্তম স্থানের জন্য স্বাগতিক সংযুক্ত আরব আমির শাহিরতের মুখোমুখি হবে।
এর আগে পঞ্চম স্থানের প্লে-অফ সেমিফাইনালেরও খেলা হয়েছে। প্রথম ম্যাচে, স্কটল্যান্ড (১৭২/৪) UAE (৮৭) কে ৮৫ রানে পরাজিত করে। অ্যালিসা লিস্টার তাঁর ৬০ রানের খেলার জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনি (৭৭/৩) USA (৭৬/৯) কে সাত উইকেটে পরাজিত করে। মাত্র ১ রানে ২ নেওয়া এবং ব্যাট হাতে ৩৩ রান করার জন্য সিবোনা জিমি ম্যাচের সেরা নির্বাচিত করা হয়েছে।
For all the latest Sports News Click Here