থমকে যাওয়া নয়, খেলাকে পরের ধাপে নিয়ে যেতে হবে: গ্রাহাম রিডের স্পষ্ট বার্তা
শুভব্রত মুখার্জি: ভারতীয় সিনিয়র পুরুষ হকি দলের সদস্যদের স্পষ্ট বার্তা দিলেন গ্রাহাম রিড। বলা যায় হকি খেলোয়াড়দের সতর্কও করে দিলেন তিনি। পরের মাস থেকেই শুরু হচ্ছে এফআইএইচ আয়োজিত হকি বিশ্বকাপ। সেখানে কোন একটি মুহূর্তে থমকে যাওয়া নয় বরং নিজেদের খেলাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে দলের খেলোয়াড়দের আহ্বান জানালেন গ্রাহাম রিড। বিশ্বকাপে ভালো ফল করতে দৃঢ়প্রতিজ্ঞ রিড। আর সেই কারণেই দলের প্রতি তাঁর এই স্পষ্ট বার্তা।
আরও পড়ুন… জাতীয় পর্যায়ে বক্সিংয়ে সোনা জিতলেন লভলিনা-নিখাত, দলগত বিভাগে ট্রফি জিতল রেল
গ্রাহাম রিডের মতে বিশ্বকাপ খুব বড় একটি ইভেন্ট। সেখানে খেলতে গেলে ও ভালো ফল করতে গেলে পজিটিভ চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে। ভারত তাঁদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৩ জানুয়ারি। রাউরকেল্লাতে স্পেনের বিরুদ্ধে ম্যাচে মুখোমুখি হবে তাঁরা। উল্লেখ্য হকি বিশ্বকাপও এদিন থেকেই শুরু হচ্ছে। ১৯৯০ সালে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জয়ী গ্রাহাম রিড জানিয়েছেন, ‘তোমরা (ভারতীয় খেলোয়াড়রা) অনেক সময়তেই একটা মুহূর্তে থমকে যাও। বিশ্বকাপের মতন এতবড় একটা ইভেন্টে যখন খেলছ তখন এমনটা হলে চলবে না। নিজেকে এইভাবে কোন একটি মূহূর্তে থমকে যেতে দিওনা। আমি জানি বিষয়টা মোটেও সহজ হবে না। বিশেষ করে যখন বলের নিয়ন্ত্রণ হারাবে বা গোল খাবে তখন।’
আরও পড়ুন… ভিডিয়ো: দেখুন কেন বাবর আজমের শতরান দেখে বীরেন্দ্র সেহওয়াগের কথা মনে পড়ল
গ্রাহাম রিড আরও বলেন, ‘পরের ধাপটা নিয়ে ভাবার মানসিকতা তৈরি করতে হবে। সোজা না হলেও চেষ্টা করতে হবে। যা ঘটে গিয়েছে তাকে বদলাতে পারা যাবে না। তবে আমাদের খেলাকে পরের পর্যায়ে নিয়ে যেতে হবে। পরবর্তী কাজে মনোনিবেশ করতে হবে। কী করতে হবে সেই দিকে নজর দিতে হবে। (১৯৯০ বিশ্বকাপের আগে) আমরা ছোট ছোট ম্যাচ খেলেছি। নিশ্চুপভাবে নিজেদেরকে প্রস্তুত করেছি। সেই সময়তে আমাদের কথা বলার বিষয়তেও নিষেধাজ্ঞা ছিল। পিছনে দর্শকদের চেঁচামেচির আওয়াজ চালানো হত। আমরা শিখেছিলাম এমন পরিস্থিতিতে জোরে চেঁচিয়ে বলে কোন লাভ হবে না। পিছনে ফিরে দেখাতে আমাদেরকে অভ্যস্ত হতে হয়েছিল। আমাদের সেই আওয়াজকে টপকে কীভাবে খেলা চালানো যায় তা শিখতে হয়েছিল। এইবার ওড়িশার (বিশ্বকাপ) সময়তেও এই দর্শকদেরকে কীভাবে হ্যান্ডেল করব তা মাথায় রাখতে হবে।’ মেগা ইভেন্টের ফেভারিট দল বাছতে গিয়ে রিড জানিয়েছেন, ‘একটা দলকে বাছা খুব মুস্কিল। আজকের দিনে দাঁড়িয়ে আমি অস্ট্রেলিয়া, বেলজিয়াম এবং ভারতকে বাছব। কাল হয়তো এখানেই নেদারল্যান্ডস, জার্মানি এবং ভারতকে বেছে নেব।’
For all the latest Sports News Click Here