তোমায় এই জার্সিতে আগে কোনও দিনও দেখিনি! মেয়ের প্রশ্ন আবেগতাড়িত রবিচন্দ্রন অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিনকে দেখে চিনতেই পারলেন না তাঁর মেয়ে। আসলে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন জার্সি প্রকাশ পেয়েছে। সেই জার্সি তুলে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। আর সেই জার্সি পড়ে যখন অশ্বিন তাঁর ছোট্ট মেয়ের সামনে দাঁড়ান, তখন তাঁর মেয়ে আবাক হয়ে গিয়ে জিজ্ঞাসা করেন, ‘আমি তো তোমায় এই জার্সিতে আগে কোনও দিনও দেখিনি!’
আসলে ২০১৭ সালে শেষ বার ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে খেলতে নেমেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। আবার বহুদিন পরে সীমিত ওভারের ম্যাচে দেশের হয়ে ডাক পেয়েছেন অশ্বিন। এবার টি২০ বিশ্বকাপে বিরাট কোহলিদের দলে সুযোগ পেয়েছেন। আর বাবাকে ভারতীয় দলের নতুন জার্সিতে দেখে অবাক হয়ে যান অশ্বিনের মেয়েও। যা শুনে আবেগতাড়িত হয়ে পড়েন অশ্বিন। এই ঘটনার কথা নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন ভারতের স্পিনার। টিম ইন্ডিয়ার জার্সি পরে নিজের ছবি পোস্ট করেন ভারতের অফ স্পিনার। ছবিতে তাঁর ছোট মেয়েকেও দেখা যায়। ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এরকম প্রশ্ন করার পর এক সঙ্গে ছবি না তুললে হয়? আপনি পারবেন?’
রবিবার পাকিস্তানের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নামবেন বিরাট অ্যান্ড কোম্পানি। টেস্ট ক্রিকেটে নিয়মিত খেললেও সীমিত ওভারের ক্রিকেটে দীর্ঘদিন ধরে ভারতীয় দলে জায়গা পাচ্ছিলেন না অশ্বিন। তবে আইপিএল-এ ভালো বল করার পুরস্কার পেলেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন অশ্বিন। ২০২০ মরশুমেও ১৩টি উইকেট পেয়েছিলেন তিনি। বল করার পাশাপাশি অলরাউন্ডার হিসেবেও দারুণ খেলেছেন এই ক্রিকেটার। এর আগে তিনটি টি২০ বিশ্বকাপ খেলেছেন অশ্বিন। তাঁর অভিজ্ঞতাকে এবারও কাজে লাগাতে চান বিরাট কোহলিরা। তবে এখন দেখার টি টোয়েন্টি বিশ্বকাপে চৃড়ান্ত একাদশে অশ্বিন সুযোগ পান কিনা।
For all the latest Sports News Click Here