‘তোমার স্ত্রী সবথেকে সুন্দরী’, ভক্তের টুইটের উত্তরে কী জানালেন রোহন বোপান্না?
শুভব্রত মুখার্জি: বছরের প্রথম গ্রান্ড স্ল্যাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। রবিবারেই শেষ হয়েছে এই টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টেই মিক্সড ডাবলসের ফাইনালে উঠেছিলেন ভারতের দুই তারকা খেলোয়াড়। এই টুর্নামেন্টে জুটি বেঁধে মিক্সড ডাবলস বিভাগে খেলতে নেমেছিলেন রোহন বোপান্না এবং সানিয়া মির্জা জুটি। ফাইনালে পৌঁছলেও শেষরক্ষা হয়নি। ফাইনালে হারের সম্মুখীন হতে হয়েছে তাঁদের। সেই ফাইনাল ম্যাচের একটি ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। দর্শকাসনে উপস্থিত ছিলেন রোহন বোপান্নার স্ত্রী। সেই ছবি পোস্ট করে এক ভক্ত লিখেছিলেন তোমার (বোপান্নার) স্ত্রী সবথেকে সুন্দরী। আর ভক্তের এই কথাকে সমর্থন করেছেন স্বয়ং বোপান্না।
মেলবোর্ন পার্কে ফাইনালে যখন খেলতে নামেন ৪২ বছর বয়সি রোহন বোপান্না এবং ৩৬ বছর বয়সি সানিয়া মির্জা। তখন গ্যালারিতে উপস্থিত ছিলেন বোপান্নার স্ত্রী। একটি কালো ড্রেস পড়ে উপস্থিত হন তিনি। পাশাপাশি ছিলেন বোপান্নার সন্তানরাও। উপস্থিত ছিলেন সানিয়া পুত্র ইজহানও। ম্যাচ শেষে ভারতীয় টেনিস তারকার এক ভক্ত টুইটারে একটি ছবি আপলোড করেন। যেখানে দেখা যায় বোপান্নার স্ত্রী তাঁর সন্তানদের নিয়ে বসে রয়েছেন গ্যালারিতে। তিনি ক্যাপশনে লেখেন ‘সবথেকে সুন্দরী মহিলা’।
সেই টুইটটি রোহন রিটুইট করেন। লেখেন ‘ আমি সহমত’। উল্লেখ্য ফাইনালে স্ট্রেট সেটে হারতে হয়েছিল বোপান্না-সানিয়া জুটিকে। ব্রাজিলের লুইসা স্টেফানি এবং রাফায়েল ম্যাটোস জুটির কাছে হেরে যান তাঁরা। খেলার ফল সানিয়াদের বিপক্ষে ৬-৭,২-৬। উল্লেখ্য রড লেভার এরিনায় সানিয়া তাঁর কেরিয়ারের শেষ গ্রান্ড স্ল্যাম টুর্নামেন্ট খেলে ফেললেন। তিনি ম্যাচ শেষে জানিয়েছেন ‘ আমাকে যদি কাঁদতে দেখেন তাহলে বুঝবেন এটা খুশির চোখের জল। আমি আর কয়েকটা টুর্নামেন্ট খেলব। মনে করিয়ে দিতে চাই প্রফেশনাল খেলোয়াড় হিসেবে আমি আমার কেরিয়ার শুরু করেছিলাম মেলবোর্নেই। আমার যখন ১৪ বছর বয়স ছিল তখন আমার প্রথম মিক্সড ডাবলসের পার্টনার ছিলেন রোহন বোপান্না। ওটা ন্যাশনাল গেমস ছিল। রোহন একজন খুব ভালো মানুষ। আমার খুব ভালো বন্ধু ও। আমার কেরিয়ার শেষ করার ক্ষেত্রে অত্যন্ত আদর্শ একজন ব্যক্তির সঙ্গে পার্টনারশিপে খেললাম।’
For all the latest Sports News Click Here