‘তোমার মেয়েকে রানি করে রাখব’, ঐন্দ্রিলার বাবার জন্মবার্ষিকীতে কথা দিলেন অঙ্কুশ
‘ঐন্দ্রিলা তোমার জীবনে আমি হয়তো ওঁর অভাব পূরণ করতে পারব না। কিন্তু আজ উনি বেঁচে থাকলে তোমার যা যা আবদার, স্বপ্ন পূরণ করতেন, আমি সেই সব আবদার মেটাব। আর কাকু তুমি একদম ভেবো না, তোমার মেয়েকে রানি করে রাখব। যেখানেই থাকো ভালো থেকো। শুভ জন্মদিন কাকু।’ অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের বাবার জন্মবার্ষিকীতে নেটমাধ্যমে আবেগঘন পোস্ট করলেন অভিনেতা অঙ্কুশ হাজরা।
১৫ ডিসেম্বর ছিল ঐন্দ্রিলার বাবা শান্তনু সেনের জন্মবার্ষিকী। এ দিন অভিনেত্রীর সঙ্গে তাঁর বাবার একটি কোলাজ করা ছবি শেয়ার করেন অঙ্কুশ। বেশ কয়েক বছর আগেই বাবাকে হারিয়েছেন অভিনেত্রী। তাই এমন বিশেষ দিনগুলিতে বাবাকে একটু বেশিই মিস করেন তিনি।
আরও পড়ুন: চঞ্চল চৌধুরীর সেলফিতে শাহরুখ, ভালোবাসা উজাড় করলেন দুই বাংলার মানুষ
এ দিন প্রেমিকার প্রয়াত বাবাকে কথা দিয়ে অঙ্কুশ জানিয়েছেন, ‘তোমার মেয়েকে আমি রানি করে রাখব’। শেষে তিনি লিখেছেন, ‘আজ তুমি থাকলে হয়তো আমরা সেরা বন্ধু হতাম। অনেক অনেক ভালোবাসা আদর নিও।’
সম্পর্কের ১০ বছর পার করে ফেলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সময়ের সঙ্গে যেন তাঁদের সম্পর্কের বাঁধন আরও দৃঢ় হয়েছে। বিয়ের প্রসঙ্গ উঠলেন বার বার এড়িয়ে যান দু’জনে। তবে দীর্ঘ দিনের তাঁদের এই সম্পর্কে সুখ-দুঃখে বরাবরই দু’জনে দুজনের পাশে থেকেছেন।
এক দুর্ঘটনার মৃত্যু হয় ঐন্দ্রিলার বাবা শান্তনু সেনের। সাইকেলে করে বাজার করতে বেরিয়েছিলেন তিনি। সেই সময় এক বেসরকারি বাস তাঁকে পিষে দিয়ে চলে যায়। শীলপাড়া ফায়ার ব্রিগেডের কাছে এই ঘটনায় পিতৃহারা হন অভিনেত্রী। সেই সময় ঐন্দ্রিলার বয়স খুবই কম ছিল। তাঁর বাবা যখন চলে যান, সেই সময় শহরে ছিলেন না অঙ্কুশ। সেই সময়টা প্রেমিকার পাশে না থাকতে পারার আক্ষেপটা রয়ে গিয়েছে অভিনেতার।
সম্প্রতি ওয়েব সিরিজেও ডেবিউ করেছেন অঙ্কুশ। সিরিজের নাম ‘শিকারপুর’। তাঁর বিপরীতে রয়েছেন সন্দীপ্তা সেন। ঐন্দ্রিলা বাবার অবর্তমানে প্রেমিকাকে ভালো রাখার, আগলে রাখার দায়িত্ব নিয়েছেন অভিনেতা।
For all the latest entertainment News Click Here