‘তোমার মতো কখনও গাইতে পারব না’,খুদে মানিকে এই কথা বলেই হাউহাউ করে কাঁদলেন নেহা!
কথায় কথায় কান্নাকাটি জুড়ে দেন নেহা কক্কর। ইন্ডিয়ান আইডলের সুবাদে গায়িকার এই ইমোশ্যানাল দিকটি সবার চেনা। তবে নেহার কান্না কিন্তু শুধু ইন্ডিয়ান আইডলের মঞ্চের জন্য নয়। সম্প্রতি ‘সুপার সিঙ্গার ২’-এর মঞ্চে গিয়েও হাউহাউ করে কাঁদলেন গায়িকা। সম্প্রতি সামনে এসেছে এই শো-এর নতুন প্রোমো। সেখানে দেখা গেল খুদে গায়ক মানির কন্ঠে ‘মাহি বে’ গান শুনে প্রচন্ড আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেহা।
‘সুপার সিঙ্গার ২’-এ অতিথি বিচারক হিসাবে হাজির হয়েছেন নেহা। প্রথমদিনই নেহার কান্না দেখে অবাক সবাই। সোনি টিভির তরফে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে যে ঝলক, তাতে দেখা যাচ্ছে হৃদয় নিংড়ানো কন্ঠে ‘মাহি বে’ গাইছে মানি। ২০০৩ সালে ‘কাঁটে’ ছবির জন্য এই গানটি গেয়েছিলেন ‘সুনীধি চৌহান’, পরবর্তীতে ‘ওয়াজহ তুম হো’ ছবির জন্য এই গানের রিমিক্স ভার্সন কন্ঠ দিয়েছিলেন নেহা কক্কর।
ভিডিয়োয় ঝলমলে গোলাপি পোশাকে ধরা দিলেন নেহা। কান্না মুছতে মুছতেই মানির প্রশংসায় পঞ্চমুখ তিনি। তাঁকে বলতে শোনা গেল, ‘আমি এই গানটা আজ অবধি হাজারের বেশি কনসার্টে গেয়েছি। তবে আমি কোনওদিন তোমার মতো গাইতে পারব না’। এরপর মানিকে জড়িয়ে ধরে আর্শীবাদে ভরিয়ে দেন গায়িকা।
২০০৫ সালে সোনি টিভির গানের রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর সঙ্গেই শুরু হয়েছিল নেহার জার্নি। তবে খুব বেশি দূর এগোতে পারেননি তিনি। শো’তে হেরে গিয়েও জীবনের আসল বাজি জিতেছেন নেহা। বলিউডে নিজেকে সফল প্লে-ব্যাক সিঙ্গার হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। শ্রোতাদের উপহার দিয়েছেন একের পর এক হিট গান।
এপ্রিল মাস থেকে শুরু হওয়া ‘সুপার সিঙ্গার ২’-এ বিচারকের আসনে রয়েছেন হিমেশ রেশমিয়া, জাভেদ আলি এবং অলকা ইয়াগনিক।
For all the latest entertainment News Click Here