‘তোমার জন্য গুলিও খেয়ে নিতাম’, কোহলির সাক্ষাৎকার নিতে গিয়ে আবেগপ্রবণ হার্দিক
রবিবার সন্ধ্যায় বিরাট কোহলির ব্যাটেই আগাম দিওয়ালি এসেছিল ভারতে। তাঁর সেই লড়াইতে যোগ্য সঙ্গত দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। রান তাড়া করতে নেমে ৩১ রানে ৪ উইকেটের পতন হয়েছিল ভারতের। সেখান থেকে শতরানের পার্টনারশিপে ভারতকে খেলায় ফিরিয়ে আনেন বিরাট এবং হার্দিক। ম্যাচের পরই এই জুটি ক্যামেরার সামনে উপস্থিত হন। এই সময় হ্যাতে হ্যাট নয়, ছিল মাইক। ম্যাচ জেতানো কোহলির সাক্ষাৎকার নেন হার্দিক পান্ডিয়া। সেই সময় আবেগতাড়িত হয়ে হার্দিক পান্ডিয়া বলেন, ‘আমি তোমার জন্য বুলেটও খেয়ে নিতাম কিন্তু তোমাকে সেই সময়ে আউট হতে দিতাম না।’
বিসিসিআই-এর আপলোড করা এক ভিডিয়োতে হার্দিক বিরাকটে বলেন, ‘আমি তোমার জন্য বুলেটও খেয়ে নিতাম কিন্তু তোমাকে সেই সময় আউট হতে দিতাম না। আমার লক্ষ্য ছিল একটাই। ক্রিজে তোমার জীবনকে সহজ করে তোলা। কারণ বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ গেমগুলিতে চাপ সামলে দেখিয়েছ তুমি। তোমার থেকে এত ভালো ভাবে আর কেউ এই চাপ সামলাতে পারত না। আমি শুধু সহজভাবে খেলতে চেয়েছিলাম এবং আমরা কেউই আউট হতে চাইনি। আমাদের আরও খেলোয়াড় আসা বাকি থাকলেও আমার জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল যাতে আমি আর তুমি ক্রিজে টিকে থাকি। আমি বিশ্বাস করতাম যে আমরা এটা করতে পারব। এমনকি যখন ৩ ওভারে ৪০ দরকার ছিল, যখন আমরা বল মিস করছিলাম, আমি জানতাম আমাদের মধ্যে একজন বিশেষ কিছু করে দলকে টেনে নিয়ে যাবে।’
https://www.youtube.com/watch?v=Na3xL19V6nc
হার্দিক আরও বলেন, ‘আমি নিজে অনেক ছক্কা মেরেছি, কিন্তু ওই দু’টো শট আমার কাছে খুবই স্পেশ্যাল। কোহলি ছাড়া আর কেউ ওইভাবে ছক্কা মারতে পারবে না।’ পান্ডিয়াকে আরও বলতে শোনা যায়, ‘দু’জনে মিলে লড়াই করছিলাম বলেই ম্যাচটা আমাদের কাছে এত স্পেশ্যাল হল। যদি সহজ পরিস্থিতি থেকে সুন্দর শট খেলে ম্যাচটা শেষ হয়ে যেত, তাহলে হয়তো এতটা আনন্দ হতো না।’
For all the latest Sports News Click Here