‘তোমার চিৎকার মিস করছি, সবটা খুব শান্ত’, ঋষি কাপুরকে স্মরণ করে পোস্ট নীতুর
প্রবীণ বলিউড অভিনেত্রী নীতু কাপুর সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তিনি প্রায়ই তাঁর স্বামী অভিনেতা ঋষি কাপুরকে স্মরণ করেন। রবিবার সকাল সকাল প্রয়াত স্বামী ঋষি কাপুরকে স্মরণ করে ইনস্টাগ্রামে আবেগপূর্ণ পোস্ট করেন নীতু। ক্যানসার মুক্ত হওয়ার মাস কয়েক পরেই ২০২০ সালে ৩০ এপ্রিল মারা যান ঋষি কাপুর।
ইনস্টাগ্রামে ঋষি কাপুরের সাদা-কালো ছবি শেয়ার করে নীতু লিখেছেন, ‘তোমার চিৎকারটা মিস করছি (লাল হার্ট ইমোটিকন) সবকিছু খুব শান্ত (বিভ্রান্ত মুখের ইমোজি)।’ নীতুর পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছে বন্ধু, পরিবার এবং অনুরাগীরা। আরও পড়ুন: বক্স অফিসে কামাল, চমকে দেওয়ার মতো ব্যবসা করেছে ‘বিক্রম বেদা’
সাবা আলি খান পোস্টে মন্তব্য করেছেন, ‘অনেক ভালোবাসা।’ হুমা কুরেশি, মনীশ পল, গৌরব কাপুর এবং ডিজাইনার মনীশ মালহোত্রা মন্তব্য বিভাগে হার্ট ইমোজি শেয়ার করেছেন। আরও পড়ুন: মুম্বইয়ে অরুণ বালির শেষকৃত্য, রাজা মুরাদ থেকে সুধীর পান্ডে— শেষ শ্রদ্ধা তারকাদের
এই সপ্তাহের শুরুতে, নীতু অন্তঃসত্ত্বা পুত্রবধূ আলিয়া ভাটের জন্য সাধের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। স্বামী রণবীর কাপুরের সঙ্গে প্রথম সন্তানের জন্য দিন গুনছেন অভিনেত্রী। শুধুমাত্র কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
নীতুও এ বছর অভিনয়ে প্রত্যাবর্তন করেছেন। তাঁকে অনিল কাপুরের বিপরীতে ‘জুগজুগ জিও’ ছবিতে দেখা গিয়েছে। ছবিতে আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, কিয়ারা আডবানি এবং মনীশ পল।
For all the latest entertainment News Click Here