‘তোমায় বড় হতে দেখেছি’, বিশ্বকাপে হারের পর নেইমারকে সান্ত্বনা কিংবদন্তি পেলের
শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেলের রেকর্ড ছুঁয়েও হারের মুখ দেখতে হয় নেইমারকে। এতদিন ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল পেলের। গতকাল নিজের ৭৭চম গোল করে সেই রেকর্ড ছুঁয়ে ফেলেন নেইমার। তবে মহান পেলের রেকর্ড ছুঁয়েও ম্যাচ হারায় অবসরের ইঙ্গিত দেন নেইমার। এহেন নেইমারকে সমবেদনা জানিয়ে ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্ট করেন কিংবদন্তি পেলে।
পেলে লেখেন, ‘আমি তোমাকে বড় হতে দেখেছি, আমি প্রতিদিন তোমার জন্য গলা ফাটাই। অবশেষে ব্রাজিলের জাতীয় দলে আমার গোল সংখ্যা ছুঁয়ে ফেলায় আমি তোমাকে শুভেচ্ছা জানাতে পারব। আমরা দু’জনেই জানি যে এটা শুধুমাত্র সংখ্যার চেয়ে অনেক বেশি। খেলোয়াড় হিসেবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব দলীয় সতীর্থদের অনুপ্রাণিত করা, বাকিদের অনুপ্রাণিত করা। আমাদের দায়িত্ব পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করা, যারা খেলাধুলা ভালোবাসে, তাদের অনুপ্রাণিত করা।’ অবশ্য পেলে লেখেন ‘আজ আমাদের জন্য মোটেও খুশির দিন নয়। কিন্তু তুমি সর্বদা অনেকের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’
এরপর পেলে জাতীয় দলের হয়ে গোলের রেকর্ড প্রসঙ্গে নেইমারের উদ্দেশে লেখেন, ‘আমি প্রায় ৫০ বছর আগে এই রেকর্ড গড়েছিলাম। এই পর্যন্ত কেউ এর কাছাকাছিও আসতে পারেনি। তুমি পেরেছো। এটাই বোঝায় যে তোমার কৃতিত্ব কত বেশি। আমি আশা করি তোমার কৃতিত্ব লক্ষ লক্ষ লোককে উজ্জ্বীবিত করবে। আমাদের সকলকে অনুপ্রাণিত করতে থাকো। আমি তোমার প্রতিটি গোলের পরই গলা ফাটাব।’
For all the latest Sports News Click Here