তোমাদের গল্প এখানেই শেষ নয়- লজ্জার হারের পরেও রোহিতদের পাশে হতাশ বলিউড
টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে দশ উইকেটে হেরেছে ভারত। এরপর একাধিক বলিউডের সেলিব্রিটি তাদের প্রতিক্রিয়া দিয়েছেন টুইটারে। ভারত এবার পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে খেলার সুযোগ হারাল। এই বিষয়ে অজয় দেবগন ভারতের ক্রিকেট টিমের উদ্দেশ্যে লেখেন, ‘ভরসা রাখো, টিম ইন্ডিয়া আজকের এবং চিরকালের।’
অজয় দেবগন ভারতের হারের পর একটি আবেগঘন লম্বা পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘গোটা দেশের স্বপ্ন, ইচ্ছেকে তোমরা বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করছিলে। আর সেই চেষ্টা একটা দারুন অভিজ্ঞতা হয়ে রইল। যদিও তোমরা ফাইনাল পর্যন্ত পৌঁছতে পারলে না তবুও এতদূরের জার্নিটা আমরা সকলেই দারুন উপভোগ করেছি।’ একই সঙ্গে তিনি জানান ‘গোটা দেশের প্রত্যাশা তোমাদের সঙ্গে, সেটার চাপ যে কতটা সেটা আমরা কল্পনাও করতে পারছি না। হারা জেতা খেলার অঙ্গ। দুটো ফলই ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে তোমরা এখানে দাঁড়িয়ে আছো, বিশ্বের সেরা টিম। আমরা আবার আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’
অন্যদিকে অভিনেতা তথা পরিচালক ফারহান আখতারও তাঁর মনের কথা ভাগ করে নেন সকলের সঙ্গে। তিনি লেখেন, ‘ইংল্যান্ড আজ দুর্ধর্ষ খেলেছে, তাদের অনেক অভিনন্দন। এই হারটা আমাদের দলের জন্য বেশ শক্ত, কিন্তু সেটা আমাদের সহ্য করতে হবে। টিম ইন্ডিয়া, আজকের দিনটা তোমাদের জন্য নয়, কিন্তু তাই বলে গল্প এখানে থেমে যায় না। এটা কেবল একটা অধ্যায়। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব।’
অর্জুন রামপালও আজকের খেলা নিয়ে টুইট করেছেন। তিনি জানিয়েছেন, ‘ভালো খেলেও আমরা আমাদের সেরাটা আজ দিতে পারলাম না। ইংল্যান্ড আজ সত্যি ভালো খেলেছে অন্যদিকে। একটা খুব ভালো টুর্নামেন্ট ছিল। তবে টিম ইন্ডিয়া আজ মন ভেঙে দিল।’ এই টুইটে তিনি ইংল্যান্ডকে অভিবাদন জানান।
নকুল মেহতাও টুইটারকে বেছে নিয়েছিলেন তাঁর মনের কথা জানানোর জন্য। তিনি জানিয়েছেন তিনি তাঁর প্রোডিউসারকে বলে দিয়েছেন রবিবার আর ছুটি লাগবে না। রবিবার ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড।
For all the latest entertainment News Click Here