‘তোকে কিশোর কুমার বানিয়ে দেব,’ সেহওয়াগ কথা না শোনায় বিরক্ত হয়ে যান সচিন
২০১১ বিশ্বকাপের আগে বেশিরভাগ ম্যাচেই ভারতীয় দলের হয়ে ওপেন করতে দেখা গিয়েছে বীরেন্দ্র সেহওয়াগ এবং গৌতম গম্ভীরকে। তবে বিশ্বকাপ আসলেই পরিবর্তন হতো সেই জুটির। সচিন তেন্ডুলকর এবং বীরেন্দ্র সেহওয়াগ ওপেন করতেন ভারতের হয়ে। এই জুটি ২০০৩ এবং ২০১১ বিশ্বকাপে সেরা ওপেনার জুটি ছিল। তারা একদিনের বিশ্বকাপে ভারতের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন। ২০০৩ সালে বিশ্বকাপে ভারত ফাইনালে ওঠে। কিন্তু খেতাব হাতছাড়া করতে হয় ভারতকে। তারপর দীর্ঘ আট বছর পর ২০১১ সালে বিশ্বকাপ জেতে ভারত। সেই বিশ্বকাপ জয়ের পিছনে অন্যতম অবদান ছিল সচিন-সেহওয়াগ জুটির।
সম্প্রতি আইপিএলের সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসে ধারাভাষ্য দেওয়ার সময় বীরেন্দ্র সেহওয়াগ সচিন তেন্ডুলকরের সঙ্গে ওপেন করার সময় অজানা এক অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেন। ২০১১ সালের বিশ্বকাপে গ্রুপ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় ভারত। সেই ম্যাচের অজানা কথা তুলে ধরেন প্রাক্তন এই ব্যাটার। সেহওয়াগ বলেন, ‘২০১১ বিশ্বকাপের সময়ের কথা। আমরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলছি। আমি ভালোই খেলছিলাম। সচিন তেন্ডুলকরও খুব সুন্দর ভাবে ব্যাটে বলে করে। সচিনের একটা অভ্যাস ছিল, ওভারের মাঝে গিয়ে কথা বলা। কিন্তু আমি কথা বলছিলাম না। আমি গান গাইছিলাম। কারণ গান আমাকে মনঃসংযোগ করতে সাহায্য করে। এইরকম তিন ওভার চলে। চার ওভারের পরে সচিন আমার কাছে এসে আমাকে ব্যাট দিয়ে মেরে বলে, যদি এইরকম গান গাইতে থাকো তোমাকে কিশোরকুমার বানিয়ে দেবো। আমি তখন বলি আমরা ভালো ব্যাটিং করছি। কথা বলার কী আছে। চলো শুধু খেলতে থাকি। ২০ ওভারের মাথায় আমরা মোটামুটি ১৪০ থেকে ১৫০ রান করেছিলাম। ওভার শেষ হওয়ার পর সচিন কথা বলতে চাইত, বোলাররা কী বল করবে? তাদের পরিকল্পনা কী? সেই বিষয়ে। কিন্তু আমি সেই সব নিয়ে বেশি পাত্তা দিতাম না।’
বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ভারত হারে। বীরেন্দ্র সেহওয়াগ এবং সচিন তেন্ডুলকর ভালো শুরু করলেও মিডিল অর্ডার ভেঙে পড়ে ভারতের। দক্ষিণ আফ্রিকাকে ২৯৬ রানের লক্ষ্যমাত্রা দেয় তারা। ম্যাচটিতে সেহওয়াগ করেন ৭৩ রান এবং মাস্টার ব্লাস্টার করেন ১১১ রান। দুই বল বাকি থাকতেই ম্যাচটি জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং করার সময় গান গাইতে পছন্দ করেন বীরু, তা কারোর অজানা নয়। এমনটা অনেক অনুষ্ঠানেই বলেছেন প্রাক্তন এই ক্রিকেটার। এবারও তা সামনে এলো।
For all the latest Sports News Click Here