তৈরি হতে চলেছে ‘দ্বিতীয় ইডেন’, রাজারহাটে নতুন স্টেডিয়ামের জন্য জমি কিনল CAB
সদ্যই ধুমধাম করে ইডেনে আয়োজিত হয়েছে আইপিএলের প্লে-অফ পর্ব। সেই পর্বের পরেই আগামী বছর বিশ্বকাপের আগে ইডেন সংস্করণের কাজ শুরু হবে। এরই মধ্যে বাংলায় আরও এক স্টেডিয়াম তৈরির প্রাথমিক পর্যায়টা শুরু করে দিল সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল)। রাজারহাটে ১৪ একর জমি কিনল বাংলার ক্রিকেট বোর্ড।
বর্তমানে অনেক রাজ্যেই একাধিক উন্নত মানের স্টেডিয়াম রয়েছে। মহারাষ্ট্রে চার চারটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম থাকার জেরেই তো সেখানে গোটা আইপিএলের গ্রুপ পর্ব অনুষ্ঠিত হয়েছে। বাংলায় ইডেন গার্ডেন্সের বিকল্প হিসাবে যাদবপুরে রঞ্জির ম্যাচ অনেক সময়ই খেলা হয়, তবে তা আন্তর্জাতিক মানের নয়। এর আগে ‘দ্বিতীয় ইডেন’ তৈরির পরিকল্পনা নিয়ে ডুমুরজলায় জমি কিনলেও, না না কারণে সেখানে স্টেডিয়াম তৈরি করা যায়নি। এবার তাই ৩০ কোটি টাকা দিয়ে রাজারহাটে আরেকটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরির জন্য জমি নিয়েছে সিএসবি।
রাজারহাটের এই জমি নিয়ে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেলেও, এখনও কাগজপত্র হাতে আসেনি সিএবির। সেই কাগজপত্র এলেই কাজ শুরু হবে। শনিবার (৪ জুন) ইডেনে সিএবির এক বৈঠকে হাজির ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সেই বৈঠকে এই নতুন স্টেডিয়াম তৈরির কাজ থেকে নানান বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে বলেই খবর। নতুন স্টেডিয়াম তো হচ্ছেই, পাশাপাশি ইডেন সংস্করণের কাজও শুরু হচ্ছে। নতুন ইন্টিরিয়ার থেকে ঝাঁ চকচকে নতুন বাতিস্তম্ভ বসছে ক্রিকেটের নন্দনকাননে। গ্যালারির সংস্করণও হবে এবং ইডেনে দর্শকআসন আরও বাড়তে পারেই বলেই শোনা যাচ্ছে। সব মিলিয়ে বাংলা ক্রিকেটপ্রেমীদের জন্য সময়টা কিন্তু বেশ আনন্দের।
For all the latest Sports News Click Here