তেমন কিছু বল মুভ করছিল না, পিচে জুজু ছিল না কার্যত বলে দিলেন শুভমন গিল
শুভব্রত মুখার্জি: ভারত বনাম নিউজিল্যান্ডের ODI সিরিজের প্রথম ম্যাচ হায়দরাবাদে দুই দলের মধ্যে তুল্যমূল্য লড়াই হয়েছিল। তবে রায়পুরে কোন লড়াই কার্যত ভারতের বিরুদ্ধে করতেই পারল না নিউজিল্যান্ড দল। ব্যাটিং ব্যর্থতায় এদিন নির্ধারিত ৫০ ওভার খেলতেই পারল না কিউয়িরা। অন্যদিকে রান তাড়া করতে নেমে ভারতীয় দলের ওপেনাররাই প্রায় জয় নিশ্চিত করে দিলেন। অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন শুভমন গিল। দলকে জেতানোর পর শুভমন গিল জানিয়ে দেন দ্বিতীয় ইনিংসেও পেসারদের জন্য উইকেটে সাহায্য ছিল। ফলে প্রথমদিকে একটু দেখেশুনেই খেলতে হয়েছিল তাদের। পাশাপাশি বল যে স্পিনও করছিল সে কথাও জানান ভারতের তরুণ ওপেনার।
আরও পড়ুন… যৌন হেনস্থার দাবি ভুয়ো, নিজেদের স্বার্থে প্রতিবাদ কুস্তিগীরদের, দাবি সংগঠনের
ম্যাচ শেষে শুভমন গিল জানিয়েছেন, ‘আমার কাছে একটা ভালো সুযোগ ছিল ২২ গজে অপরাজিত থেকে যাওয়ার। আমি সেই সুযোগটাই কাজে লাগিয়েছি। দ্বিতীয় ইনিংসেও পেসারদের জন্য উইকেটে সাহায্য ছিল। ওদেরকে (নিউজিল্যান্ড) ব্যাট করতে দেখে আমরা ভেবেছিলাম উইকেটে হয়তো পেসারদের জন্য সাহায্য আরও বেশি থাকবে। কিন্তু সে রকম কিছু হয়নি। আমাদের ব্যাটিংয়ের সময়ে বল অল্পবিস্তর মুভ করছিল। তবে বল স্পিন করতে শুরু করেছিল দ্বিতীয় ইনিংসে। উইকেটে বল থেমে থেমেও আসছিল। রোহিত ভাইয়ের সঙ্গে ব্যাট করাটা সবসময় স্বপ্নের। ওঁর সঙ্গে ব্যাট করে অনেক কিছু আমি শিখেছি। রোহিত ভাই, আমি এবং ইশান (কিষাণ) খুব ভালো বন্ধু। মাঠের বাইরেও আমরা দীর্ঘক্ষণ একসাথে সময় কাটাই। এবার ২২ গজে একসঙ্গে অনেকটা সময় ব্যাট করতে পারাটা ও বেশ ভালো ছিল।’
আরও পড়ুন… জমি কেনার নাম করে উমেশ যাদবের ৪৪ লাখ টাকা আত্মসাৎ ম্যানেজারের
এ দিন রান তাড়া করতে নেমে ভারতের ওপেনিং জুটি ৭২ রান যোগ করে। ১৪.২ ওভারে রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পরে ভাঙে জুটি। রোহিত ৫০ বলে ৫১ রান করেন। শুভমন গিল ৫৩ বলে ৪০ রান করে অপরাজিত থেকে যান। গিল তাঁর ইনিংসে হাঁকিয়েছেন ৬টি চার। অন্যদিকে রোহিতের ইনিংস সাজানো ছিল ৭টি চার এবং দুটি ছক্কা দিয়ে। ফলে ২ উইকেট হারিয়ে ২০.২ ওভারেই ১১১ রান করে ম্যাচে জয় নিশ্চিত করে ভারত। এদিন প্রথমে ব্যাট করে মাত্র ৩৪.৩ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড দল। গ্লেন ফিলিপস (৩৬),মাইকেল ব্রেসওয়েল (২২) এবং মিচেল স্যান্টনার (২৭) ছাড়া এদিন বলার মতন রান পাননি কোন ব্যাটার। ফলে ৮ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ হারতে হয় নিউজিল্যান্ডকে। ম্যাচে জিতে ২-০ ফলে এগিয়ে গিয়ে ODI সিরিজে জয়ও নিশ্চিত করল ভারতীয় দল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here