‘তৃতীয়’র ট্রেলারেই চমকের পর চমক! রহস্য সন্ধানের অপেক্ষায় টলিউড
সম্পর্কের জটিলতা, পরকীয়া, খুন! পরিচালক অনিমেষ বসুর নতুন ছবি ‘তৃতীয়’। প্রকাশ্যে এল ছবির ট্রেলার। পরতে পরতে রয়েছে রহস্য। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী, জয় সেনগুপ্ত, রজতাভ দত্ত, সম্পূর্ণা লাহিড়ি, বোধিসত্ব দত্ত প্রমুখ।
সম্পর্কের জটিলতা কেন্দ্র করে এগিয়েছে ‘তৃতীয়’র গল্প। বৃহস্পতিবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। সম্পর্কে স্বামী-স্ত্রী সন্দীপন ও শর্মিলা। আচমকাই সহকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন সন্দীপন। এরপরই স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের ফাটল ধরা পড়ে।
আরও পড়ুন: ভাইবোনের খুনসুটি তো চলতেই থাকে, কেমন কাটল বলি তারকাদের ভাইদুজ! রইল ছবি
ছবির প্রত্যেক মোড়ে রয়েছে ট্যুইস্ট। গল্পের মোড় নেয় একটা খুন। এন্ট্রি নেন, ওসি বীরেশ্বর হাজরা। সেই খুনের রহস্য সমাধান নিয়ে এগিয়ে চলে ‘তৃতীয়’র গল্প। দেখুন ছবির ট্রেলার-
ছবিতে সন্দীপনের চরিত্রে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত। পেশায় এক বিজ্ঞপানী সংস্থার উচ্চপদে কর্মরত তিনি। শর্মিলার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সুদিপ্তা চক্রবর্তী। পুলিশ (ওসি) অফিসারের চরিত্রে রয়েছেন অভিনেতা রজতাভ দত্ত। নন্দিনীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি।
আরও পড়ুন: ‘মনজিল অউর ভি হ্যায়’: নতুন চ্যাট শো আনছেন অনুপম খের, কী হবে সেখানে
ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে পরিচালক অনিমেষ বোস জানিয়েছেন, ‘এটি একটি সম্পর্কের গল্প। যার প্রতিটি মোড়ে আছে টুইস্ট। সম্পর্ক, বিশ্বাসের মেলবন্ধন এই ছবি ‘তৃতীয়’।’ ব্লেসিংস মিডিয়ার ব্যানারে মুক্তি পাবে এই ছবি।
For all the latest entertainment News Click Here