‘তু চিজ বড়ি হ্য়ায় মাস্ক..’, নীল টিক ফিরে পেয়ে টুইটারের মালিককে ধন্যবাদ অমিতাভের
শুক্রবার সকালে আলোড়ন টুইটারে! আচমকাই একাধিক তারকার নামের পাশ থেকে গায়েব নীল টিক। টুইটারের ভ্য়ারিফায়েড ব্যাজ অর্থাৎ নীল টিক খুইয়েছিলেন অমিতাভ বচ্চনও। বিগ বি-র সবচেয়ে পছন্দের সোশ্যাল মিডিয়া টুইটারে, সেখানে তাঁর অস্তিত্ব সংকটে! এমনটা ভেবেই ঘুম উড়েছিল বর্ষীয়ান তারকার। হাত জোড় করে নিজের ব্লু টিক ফিরত চেয়েছিলেন তিনি, প্রয়োজনে ‘টুইটার ভাইয়া’ ইলন মাস্কের পা ধরতেও রাজি ছিলেন। যদিও তেমনটা করার পরিস্থিতি হাজির হয়নি! চব্বিশ ঘন্টার মধ্যেই সাধের নীল টিক ফিরে পেয়ে স্বস্তিতে অমিতাভ বচ্চন।
টুইটারের ভ্য়ারিফায়েড ব্যাজ ফিরে পেয়ে অমিতাভ যা করলেন তা আরও চমকপ্রদ। নীল টিক ফিরে পেয়ে হাতজোড় করে টুইটারের কর্ণধারকে ধন্যবাদ জানান বলিউডের শেহেনশাহ, শুধু তাই নয় ইলন মাস্ক (Elon Mask)-এর উদ্দেশে একদম ফিল্মি কায়দায় দিলেন বার্তা। অমিতাভ ‘মোহরা’ ছবির ‘তু চিজ় বড়ি হ্যায় মস্ত মস্ত’ গানটি মাস্ককে উৎসর্গ করে লেখেন– ‘তু চিজ় বড়ি হ্যায় মাস্ক মাস্ক, তু চিজ বড়ি হ্যায় মাস্ক’। যা দেখে হেসে কুটিপাটি খাচ্ছেন নেটিজেনরা। অমিতাভের এই রসবোধ বেশ পছন্দ হয়েছে সবার।
মাস্কের উদ্দেশে ভোজপুরীতে তিনি লেখেন, ‘মাস্ক ভাইয়া!! অসংখ্য় ধন্য়বাদ দিচ্ছি আপনাকে! আমার নামের পাশে নীল কমল এসে গেছে। আর বলব ভাই, এবার আমার গান গাইতে ইচ্ছা করছে! শুনবেন কি? এই নিন শুনুন… তু চিজ বড়ি হ্যায় মাস্ক মাস্ক…. তু চিজ বড়ি হ্যায় মাস্ক’।
শুক্রবার ব্লু টিক হারিয়ে আফসোসের সুরে অমিতাভ লিখেছিলেন, ‘এই টুইটার ভাইয়া! শুনছেন? এখন তো টাকাও দিয়ে দিয়েছি আমি। এবার অন্তত আমার নামের আগে ওই নীল চিহ্নটা লাগিয়ে দাও। যাতে মানুষ বুঝতে পারে আমিই অমিতাভ বচ্চন। হাত তো জোর করেছি আমি। এবার কি পা-ও ধরতে হবে?’
আরও পড়ুন- ‘টাকা দিলাম, টুইটারের নীল টিক কই? মানুষ বুঝতে পারছে না আমিই অমিতাভ’, হতাশ বিগ বি
টুইটারের নীল টিক দিয়েই আসল আর নকল বা ফেক অ্যাকাউন্টের তফাত বুঝতে পারেন ফলোয়াররা। গত বৃহস্পতিবার থেকে বিনামূল্যে আর ব্লু টিকের সুবিধা পাবেন না টুইটার ইউজাররা। মাসে ৬০০ থেকে ৭০০ টাকার সাবস্ক্রিপশন চার্জ দিলে তবেই এই সুবিধা মিলবে। নীল টিক হারিয়ে মুষড়ে পড়েছিলেন অমিতাভ, চটজলদি টাকাও ভরে দেন। এরপর সেটি ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে তাঁর মনে।
For all the latest entertainment News Click Here