তুরস্ক, সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ১০ লক্ষ মার্কিন ডলার সহায়তা ফিফার
শুভব্রত মুখার্জি: তুরস্ক, সিরিয়াতে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী থেকেছে বিশ্ববাসী। ভূমিকম্প এতটাই ভয়াবহ ছিল যে এখনও সেখানে মারা গিয়েছেন প্রায় ৪৩০০০ এরও বেশি মানুষ। এলাকার পর এলাকা কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রবল ঠান্ডার ফলে বারবার ব্যাহত হয়েছে উদ্ধারকাজও। এখনও বেশ কয়েক হাজার মানুষের মৃতদেহ ধ্বংসস্তূপের নীচে চাপা থেকে যেতে পারে বলে মনে করা হচ্ছে। আর এমন ভয়াবহ পরিস্থিতির কথা মাথাতে রেখেই তুরস্ক এবং সিরিয়ার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাদের তরফে ১০ লক্ষ মার্কিন ডলার সাহায্যের কথা বলা হয়েছে।
আরও পড়ুন… ভিডিয়ো: দেখুন পাকিস্তানের সূর্যকুমার যাদবকে! এই শট দেখে নিশ্চিত অবাক হবেন
ফিফার আগেই অবশ্য তুরস্ক এবং সিরিয়ার পাশে দাঁড়িয়েছিল প্রিমিয়র লিগ কর্তৃপক্ষ। এবার তাদের পরে তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছে ফিফা। মানবিক সহায়তা প্রদানের জন্য ফিফা ফাউন্ডেশনের তরফে ১০ লক্ষ মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য গত ৬ ফেব্রুয়ারিতে তুরস্ক ও সিরিয়ায় ৭.৮ মাত্রার তীব্র ভূমিকম্প হয়েছিল। স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে দুই দেশ মিলিয়ে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন।
ফিফা জানিয়েছে তাদের তরফে তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ) ও সিরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (এসএফএ) পাশাপাশি ‘আন্তর্জাতিক ও স্থানীয় বেসরকারি সংস্থাগুলোর’ সঙ্গে পরামর্শ করে কাজ করা হবে।
আরও পড়ুন… IPL এবার উত্তরপূর্বে! সঞ্জুরা খেলবেন অসমে, RR-এর হোম গ্রাউন্ড গুয়াহাটি
ফিফা জানিয়েছে, ‘টিএফএফ ও এসএফএর সঙ্গে ফিফা সহযোগিতা বজায় রাখবে। পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়ার সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।’ গত শুক্রবার প্রিমিয়র লিগ (ইপিএল) ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লক্ষ পাউন্ড অনুদান দেওয়ার ঘোষণা করেছিল। এছাড়া উয়েফা এবং উয়েফা ফাউন্ডেশন ফর চিলড্রেন তুরস্ক ও সিরিয়ায় প্রাথমিকভাবে ২ লক্ষ ইউরো সহায়তা করেছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here