‘তুমি সেরা! চুমু’, রাজের সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা শুভশ্রীর
টেবিলের উপর সামনে রাখা দুটো কেক। হাসিমুখে অন্যদিকে তাকিয়ে রয়েছেন পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী। নেটমাধ্যমের পাতায় স্বামীর সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে জন্মদিনের আদুরে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
এ দিন রাজের একক ছবি শেয়ার করার পাশাপাশি স্বামীর সঙ্গে দুটি ঘনিষ্ঠ ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। দ্বিতীয় ছবিতে দেখা গিয়েছে রাজকে আলিঙ্গন করে অভিনেত্রী। তৃতীয় ছবিতে স্বামীকে শক্ত করে জড়িয়ে ধরে গালে চুমু খাচ্ছেন শুভশ্রী। ছবিগুলি শেয়ার করে টলি ডিভা লেখেন, ‘হ্যাপি বার্থ ডে পার্টনার রাজ চক্রবর্তী। আমি জানি তোমাকে পেয়ে এই দুনিয়ার সবথেকে ভাগ্যবান মেয়ে আমি। সমস্ত সুখ, স্বাস্থ্য় এবং সাফল্য তোমার হোক। আমার ভালোবাসা, তুমি আমার পৃথিবী। তুমি সেরা। চুমু’।
শুভশ্রীর শেয়ার করা ছবিতে রাজকের জন্মদিনের অনেক শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির বন্ধু এবং অনুরাগীরা। দম্পতির আদুরে মাখা ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ‘রাজশ্রী’ ভক্তরা। আরও পড়ুন: ভক্তদের ধন্যবাদ সিদ্ধার্থ শুক্লার মা রীতার, একই অনুষ্ঠানে হাজির ছিলেন শেহনাজও
টলিউডের হট কাপল রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্বামীর সঙ্গে প্রায়শই রোম্যান্টিক এবং সাহসী ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেন অভিনেত্রী। ২১ ফেব্রুয়ারি ঘড়ির কাটায় ১২টা বাজতেই স্বামী রাজকে কেক কাটিয়ে ঘরোয়া ভাবেই জন্মদিনে সেলিব্রেশন শুরু করেন তাঁরা। এরপর স্বামীকে আদরে, চুমুতে ভরিয়ে দেন টলিউড ডিভা। সেই ঝলকও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়।
২০১৮ সালে বিয়ে হয় এই তারকা জুটির। সেইসময় ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসেন দুজনে। গত কয়েক বছরে ‘রাজশ্রী’ জুটি বুঝিয়েছেন তাঁরা একে-অপরের পরিপূরক। এরপর ২০২০ সালে দ্বিতীয় বিবাহবার্ষীকিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন শুভশ্রী। সেপ্টেম্বরে তাঁদের কোল আলো করে আসে ছেলে ইউভান। দেখতে দেখতে তিন বছর বয়স হতে চলল ইউভানের।
ভ্যালেন্টাইন্স ডে-র দিনও স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে একগুচ্ছ ঘনিষ্ঠ এবং ভালোবাসায় মাখা ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী। তাঁদের সোশ্যাল মিডিয়া পিডিএ বরবারই নজর কাড়ে ভক্তদের।
আপাতত রাজ ব্যস্ত রয়েছে আবার প্রলয়ের শ্যুটিং নিয়ে। এই ছবির হাত ধরে প্রযোজক হিসেবে হাতেখড়ি হবে শুভশ্রীর। সঙ্গে ইন্দুবালা ভাতের হোটেল দিয়ে ওয়েব দুনিয়ায় ডেবিউ করবেন তিনি। চলতি বছরই মুক্তি পাবে সেই ছবি। আপাতত ডান্স বাংলা ডান্স-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত শুভশ্রী। মঙ্গলবার মধ্যরাত থেকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন রাজ।
For all the latest entertainment News Click Here