‘তুমি কি পাগল নাকি!’, কেন জয়াকে সকলে পরামর্শ দিয়েছিল অমিতাভের সঙ্গে কাজ না করার?
জয়া আর অমিতাভ বচ্চনের প্রেম নিয়ে কম চর্চা হয় না সোশ্যাল মিডিয়ায়। আগেও যেমন হত, এখনও তাই। ২০১০ সালে এক সাক্ষাৎকারে জয়া প্রকাশ করেছিলেন যে, অমিতাভ বচ্চনের সঙ্গে প্রোজেক্টের কারণে লোকেরা তাঁকে প্রশ্ন করত ‘তুমি কি পাগল’?
জয়া হিন্দি সিনেমায় ১৯৭১ সালে গুড্ডি দিয়ে আত্মপ্রকাশ করেন। যখন অমিতাভের প্রথম ছবি ছিল সাত হিন্দুস্তানি (১৯৬৯)। এক নজর (১৯৭২), জাঞ্জির এবং অভিমান (১৯৭৩), চুপকে চুপকে, শোলে এবং মিলি (১৯৭৫), সিলসিলা (১৯৮১), এবং কাভি খুশি কাভি গম (২০০১)-এর মতো অনেক ছবিতে এই দম্পতি একসঙ্গে অভিনয় করেছেন। গুড্ডি (১৯৭১) এবং পিয়া কা ঘর (১৯৭২) ছবিতে অমিতাভ একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন।
রেডিফের সঙ্গে কথা বলার সময়, জয়া অমিতাভ এবং তার ছেলে-অভিনেতা অভিষেক বচ্চন সম্পর্কে কথা বলেছিলেন। ‘‘যদি সত্যিই ওর মধ্যে ক্ষমতা থাকে, তবে তিনি বিশাল ব্যক্তিত্বকে (অমিতাভ) কাটিয়ে উঠবেন। সংগ্রাম করে তিনি নিজের জায়গা অর্জন করে নেবেন। আমি জানি অমিতজি যখন (বলিউডে) আসেন তখন লোকেরা বলত ‘তুমি কি পাগল? কেন তুমি? এই লোকের সাথে কাজ করছ? সে কখনই পারবে না।’ যেই লোকেরা এটি বলেছিল তারা পরবর্তীতে অমিতাভের সঙ্গে নিয়মিত কাজ করেছেন।’’, বলেন অমিতাভ-পত্নী।
নিজের কথায় জয়া আরও যোগ করেন, ‘‘সিনেমা এবং অভিনয়ের একজন ছাত্রী হিসেবে আমি এমন একজন অভিনেতাকে দেখতে চাই সে অভিষেক হোক বা অন্য কেউ, অমিতাভ বচ্চনের জায়গা নিতে পারে। কেন নয়? হতে পারে, অমিতাভের থেকেও ভালো।’’ অভিনেতা শাহরুখ খান কি অমিতাভ বচ্চনের জায়গা নিতে পারবে উত্তরে জয়া জানান, ‘হ্যাঁ কেন নয়’!
বহুদিন পর বক্স অফিসে ফিরছেন জয়া বচ্চন। করণ জোহরের ‘রকি অ্যান্ড রানি কি প্রেম কাহানি’-তে দেখা যাবে তাঁকে। সঙ্গে রয়েছেন আলিয়া ভাট, রণবীর সিং, ধর্মেন্দ্র এবং শাবানা আজমি। ২০২৩ সালের ২৮ জুলাই সিনেমাটি মুক্তি পেতে চলেছে।
টাইগার শ্রফ এবং কৃতি স্যাননের সঙ্গে অমিতাভের ‘গণপথ পার্ট ওয়ান’-এ রয়েছে। বিকাশ বহেল পরিচালিত গণপথ হিন্দি, তেলেগু, তামিল, মালায়লাম ভাষায় ২০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি প্রযোজনা করেছেন বাশু ভাগনানি, জ্যাকি ভাগনানি, দীপশিখা দেশমুখ এবং বিকাশ বহেল।
ভক্তরা তাঁকে প্রভাস এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে আসন্ন সাই-ফাই ফিল্ম ‘প্রোজেক্ট কে’-তে দেখতে পাবেন। তিনি দীপিকার সঙ্গে ‘ইন্টার্ন’-এর রিমেকেও কাজ করবেন। অমিতাভকে শেষ দেখা গিয়েছে বোমান ইরানি, অনুপম খের, নীনা গুপ্তা, সারিকা এবং পরিণীতি চোপড়ার সঙ্গে পরিচালক সূরজ বরজাতিয়ার পারিবারিক বিনোদনমূলক চলচ্চিত্র ‘উঁচাই’-তে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here