‘তুমিই ছিলে অনুপ্রেরণা’, গুরু ওয়ার্নের প্রয়াণে শোকস্তব্ধ ভারতের তিন স্পিনার
কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা ক্রিকেট বিশ্ব। মাত্র ৫২ বছর বয়সেই ওয়ার্নের এমন পরিণতি বিশ্বাস করতে পারছেন না কেউই। ভারতের তিন স্পিনার হরভজন সিং, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব গভীর শোক প্রকাশ করেছেন।
ভাজ্জি যেমন টুইটে লিখেছেন, ‘না….. বিশ্বাসই করতে পারছি না, তুমি আর নেই শেন ওয়ার্ন.. রিপ মাই হিরো.. বিশ্বাস করতেও চাইছি না.. একেবারে বিধ্বস্ত লাগছে’। যুজবেন্দ্র চাহাল আবার লিখেছেন, ‘এটা লেখার সময়ে আমার হাত কাঁপছে, টের পাচ্ছি। লেগ স্পিন বোলিং বেছে নেওয়ার পিছনের আসল কারণ হলে তুমি। ছোটবেলা থেকেই আমার অনুপ্রেরণা আমার আইডল। রিপ লেজেন্ড..’ কুলদীপ যাদব আবার লিখেছেন, ‘এটা মেনে নেওয়া কঠিন যে তুমি চলে গিয়েছো, ওয়ার্নি। আমি হতবাক হয়ে গিয়েছি। অসাড় লাগছে। এটি একটি ব্যক্তিগত ক্ষতি বলে মনে হচ্ছে। তুমি আমার আইডল এবং স্পিন বোলিং করার অনুপ্রেরণা। বল হাতে তুমি একজন শিল্পী ছিল’।
তাঁর মৃত্যুসংবাদে হতবাক গোটা বিশ্ব। চিকিৎসকরা জানিয়েছেন, হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট জগতের তারকা শেন ওয়ার্নের। বয়স হয়েছিল ৫২।
১৯৯২ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট অভিষেক হয় ওয়ার্নের। ১৫ বছরের ক্রিকেটজীবনে মোট ১৯৪ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। নিয়েছেন ২৯৩ উইকেট।
১৯৯৩ সালের অ্যাশেজে ইংল্যান্ডের মাইক গ্যাটিংকে যে বলে বোল্ড করেছিলেন সেটা শতবর্ষের সেরা ডেলিভারি হিসেবে খ্যাত। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন প্রয়াত অজি স্পিনার। পাঁচবার অ্যাশেজ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওয়ার্ন।
বেশ কয়েকবার উইজডেনের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। বিশ্বক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা স্পিনারদের মধ্যে অন্যতম তিনি। টেস্ট এবং একদিনের ক্রিকেট সমান দাপটের সঙ্গে খেলেছেন।
ক্রিকেটের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও ছিল বর্ণময়। একটা ফ্লাম্বয়েন্ট ইমেজ ছিল ওয়ার্নের। মজার ছলে অস্ট্রেলিয়া ক্রিকেটের ‘ব্যাড বয়’ বলে ডাকা হত তাঁকে। অবসরের পরেও ধারাভাষ্যকার হিসেবে তিনি যুক্ত ছিলেন ক্রিকেটের সঙ্গে। ওয়ার্নের আকস্মিক মৃত্যু যেন বড় ধাক্কা ক্রিকেট মহলের কাছে।
For all the latest Sports News Click Here