তুনিশার সহ-অভিনেতা শিজান গ্রেফতার, অভিযোগ আত্মহত্যার প্ররোচনার
তুনিশা শর্মার মৃত্যুর ঘটনায় নতুন মোড়। এবার তাঁর সহ-অভিনেতা শিজান খানকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করল পুলিশ।
শনিবার তুনিশার মৃতদেহ পাওয়া যায়। তার পর থেকেই চলছে তাঁর মৃত্যু নিয়ে নানা আলোচনা। অনেকের সন্দেহ, এটি আত্মহত্যার ঘটনা। আর সেই ঘটনার পিছনেই রয়েছে শিজানের প্ররোজন। অভিযোগ এমন। শিজান এবং তুনিশা একসঙ্গে ‘আলিবাবা: দাস্তান এ কাবুল’— একসঙ্গে কাজ করেছেন।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ‘তুনিশার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার সন্দেহে গ্রেফতার করা হয়েছে শিজানকে। আইপিসি-র ৩০৬ ধাায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।’ সোমবার শিজানকে আদালতে হাজির করা হবে। যদিও এখনও তুনিশার মৃত্যুর কারণ নিয়ে বেশ কিছু সংশয় রয়েছে।
‘আলিবাবা’ ধারাবাহিকে তুনিশা শেহজাদি মারিয়ামের চরিত্রে অভিনয় করছিলেন। আর শিজান অভিনয় করছেন আলিবাবার ভূমিকায়। এর আগে অন্য এক ধারাবাহিকে শিজানকে আকবরের চরিত্রে অভিনয় করতেও দেখা গিয়েছে। এই দু’জনের মধ্যে কেমন সম্পর্কে ছিল, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
পুলিশূত্রে শনিবার জানা গিয়েছিল, ‘আলিবাবা’র সেটের বাথরুমেই তুনিশাকে মৃত অবস্থায় পাওয়া যায়। চা পানের বিরতির সময়ে তুনিশা সেখানে গিয়েছিলেন। কিন্তু বহু ক্ষণ না ফেরায় তাঁর খোঁজ শুরু হয়। তার পরেই এভাবে পাওয়া যায় তাঁর দেহ। যদিও মৃতদেহের পাশে কোনও নোট পাওয়া যায়নি। পুলিশ এক্ষেত্রে হত্যার সন্দেহও উড়িয়ে দিচ্ছে না।
মৃত্যুর কিছু ক্ষণ আগেই তুনিশা সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি পোস্ট করেন। সেগুলির মধ্যে কোথাও এমন কিছু ঘটতে চলেছে, তার ইঙ্গিতও ছিল না। আর সেই কারণেই সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ।
For all the latest entertainment News Click Here