তুতো বোন শ্লোকার বিয়েতে ঐশ্বর্য, বিদাইয়ের সময় মাসিকে সান্ত্বনা দিল খুদে আরাধ্যা
চলতি বছরের শুরুতে তুতো বোন শ্লোকা শেট্টির বিয়েতে আরাধ্যাকে নিয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চন। রাই সুন্দরীর পারিবারিক অনুষ্ঠানের সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শ্লোকার বিয়ে যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার দায়িত্বে ছিল, তাঁদের ইনস্টাগ্রাম পেজ থেকে সেই ছবি শেয়ার করা হয়েছে।
বিয়ের পর কনে বিদায়ের সময় চোখে জল ছিল শ্লোকার। তাঁকে সামাল দিয়েছেন বোনঝি আরাধ্যা। তুতো বোন শ্লোকা শেট্টির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মেয়ে আরাধ্যাকে নিয়ে বেঙ্গালুরু উড়ে গিয়েছিলেন ঐশ্বর্য। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে শ্লোকা শেট্টির বিদায় অনুষ্ঠানের ছবি। একেবারে ট্র্যাডিশনাল পোশাকে সেজেছিলেন অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চন। লাল ওড়না, লাল চূড়া, মাথায় হীরের টিকলিতে সেজেছিলেন তিনি। অন্যদিকে সাদা রঙের ট্র্যাডিশনাল ঘাগরায় দেখা গেল ছোট্ট আরাধ্যাকেও। ঐশ্বর্যর বাবা প্রয়াত কৃষ্ণরাজ রাইয়ের ছবিও দেখা যায়।
জানা যায়, বিদাইয়ের সময় আরাধ্যা নাকি শ্লোকাকে বলেছিল, ‘তুমি কেঁদো না, আমি তো আছি তোমার জন্য। যে কোনও সময়।’
বিয়েতে অভিনেত্রীর মা বৃন্দা, অভিষেক বচ্চন, ভাই আদিত্য রাই এবং ভাইয়ের বউ শ্রীমা রাই সহ পরিবারের অন্যান্যরা হাজির হয়েছিলেন।
For all the latest entertainment News Click Here