তুতো বোনকে বিয়ে করেন প্রকাশ পাড়ুুকোন, জানেন কি দীপিকার বাবা-মা আসলে ভাইবোন!
বেঙ্গালুরু থেকে মুম্বই চলে আসা, তারপর এখন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করছেন দীপিকা পাড়ুকোন। বর্তমানে বি-টাউনের সবথেমে দামি অভিনেত্রী তিনি। তবে ফিল্ম ব্যাকগ্রাউন্ড না থাকলেও দীপিকা বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাডুকোনের মেয়ে তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের স্ত্রী উজ্জ্বলা পাড়ুকোনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন প্রকাশ পাড়ুকোন। যেখানে তিনি জানিয়েছেন স্ত্রী উজ্জ্বলা আসলে তাঁর ‘সেকেন্ড কাজিন’, অর্থাৎ তুতো বোন হন। (সেকেন্ড কাজিন বলতে বাবা বা মায়ের জেঠু কিংবা মামার ছেলে-মেয়ে)
প্রকাশ পাড়ুকোনের এই মন্তব্যের পরই নেট দুনিয়ায় হইচই পড়ে গিয়েছে। কিন্তু ঠিক কী বলেছেন প্রকাশ পাড়ুকোন? জনপ্রিয় ব্যাডমিন্টন খেলোয়াড়ের কথায়, ‘আমার মনে আছে আমি একবার জাতীয় চ্যাম্পিয়নশিপে হেরে যাই। বিশ্বের এক নম্বর হওয়া সত্ত্বেও, দীর্ঘ ৯ বছর পর সেবার প্রথমবারের জন্য জাতীয় চ্যাম্পিয়নশিপ হেরেছিলাম। আমি খুব হতাশ হয়ে পড়ি। তবে পরে বুঝতে পারি যে খেলাধুলায় হার-জিত দুটোই আছে, জিতলে বেশি উত্তেজিত হওয়ার কিছু নেই, আবার হারলে বেশি হতাশ হওয়ারও প্রয়োজন নেই। এরপর তুতো বোন উজ্জ্বলাকে বিয়ে করে কোপেনহেগেনে চলে যাই একটি চাকরি পেয়ে, ১৯৮৬ সাল পর্যন্ত সেখানেই ছিলাম, সেখানেই দীপিকার জন্ম হয়। পরে আমি ১৯৮৯-এ অবসর নি।’
আরও পড়ুন-ইন্দ্র বাচ্চা ছেলে তাই রেগে গিয়েছিল, আমি ফ্লপ হিরো মানতে অসুবিধা নেই : ভাস্কর
আরও পড়ুন-গর্ভপাতের পরদিনই নাকি তাঁকে ‘কিঁউকি’র শ্যুটিংয়ে ডাকা হয়েছিল, বিস্ফোরক স্মৃতি
প্রকাশ পাড়ুকোনের এই মন্তব্যের পরই এটা নিয়ে নানান কাটাছেঁড়া শুরু হয়। কেউ বিস্ময়ে বলেন, ‘দীপিকার বাবা-মা ভাইবোন!’ কারোর কথায়, ‘শেষপর্যন্ত কিনা বোনকে বিয়ে করেছিলেন প্রকাশ পাড়ুকোন!’তবে আবার এধরনের মন্তব্যের ভুল ভাঙিয়েছেন দক্ষিণী নেটনাগরিকরা। তাঁদের মধ্যে একজন বলেছেন, ‘দক্ষিণ ভারতে এটা খুবই সাধারণ একটা ঘটনা। আমরা সাধারণত একই জাতের লোকদের বিয়ে করি। যার মূল অর্থ হল যে আমরা আমাদের বর্ধিত পরিবারকে বিয়ে করি। কারণ দক্ষিণ ভারতের জাতপাতের বিষয়গুলি খুবই সাধারণ!’ কেউ বলেছেন, ‘বিষয়টা গেম অফ থ্রোনস শোতে টারগারিয়েন্সের মতো’। আবার একজন বলেছেন, ‘কর্নাটকে অন্তত আমি যে জায়গা থেকে এসেছি, সেখানে এটা খুবই সাধারণ বিষয়। সৌভাগ্যবশত এটা আর চর্চা করা হয় না। আমার নিজের পরিবারে এর একাধিক উদাহরণ আছে। আমার বাবার দুই বোন তাদের (আমার দাদাদের) বাবার ছোট বোনের ছেলেদের বিয়ে করেছেন। মায়ের দাদা তাঁর সৎ বোনের বড় মেয়েকে বিয়ে করছেন।’
For all the latest entertainment News Click Here