তুঙ্গে দর্শকদের উন্মাদনা, দিল্লিতে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের সব টিকিট শেষ!
শুভব্রত মুখার্জি: বর্ডার-গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্টে দিল্লিতে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া দুই দল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দীর্ঘ ছয় বছর পরে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ। স্বাভাবিকভাবেই এই টেস্টকে ঘিরে উৎসাহ, উদ্দীপনা তুঙ্গে। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ম্যাচেল সমস্ত টিকিট। ফলে টেস্টের সবদিনেই পূর্ণ গ্যালারি দেখার আশায় রয়েছেন দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা। ডিডিসিএর তরফে ২৪০০০ টিকিট বিক্রির জন্য ছাড়া হয়েছিল। যেখানে অরুণ জেটলি স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৪০০০০।
অন্যদিকে ৮০০০ টিকিট দেওয়া হয়েছে ডিডিসিএর সদস্যদের জন্য। যেটা ডিডিসিএর স্বাভাবিক নিয়ম। বাকি সিটগুলো ব্যবহার করা হবে ম্যাচ দেখতে আসা বিশিষ্ট অতিথিদের জন্য। ডিডিসিএর জয়েন্ট সেক্রেটারি রজন মনচন্দা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আমরা আশা করছি গোটা স্টেডিয়াম দর্শক পূর্ণ থাকবে। এই ম্যাচ নিয়ে অনেক উৎসাহ রয়েছে। কারণ দীর্ঘদিন বাদে দিল্লিতে খেলা হচ্ছে টেস্ট ম্যাচ।’
ভারত চলতি সিরিজে আপাতত ১-০ ফলে লিড নিয়েছে। নাগপুরে জামথা স্টেডিয়ামে প্রথম ম্যাচে ১৩২ রানে জিতেছে ভারত। প্রথম টেস্টের দুই ইনিংসেই অস্ট্রেলিয়া দল ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়। কোনও ইনিংসেই তারা ২০০ রানের গন্ডি পেরতে পারেনি। একজন অজি ব্যাটারও অর্ধশতরান করতে পারেননি। ম্যাচে অজিদের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেছিলেন মার্নাস লাবুশান। অন্যদিকে ভারতের হয়ে রোহিত শর্মা শতরান করেন। পাশাপাশি রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলও অর্ধশতরান করেন।
নাগপুরে ভারতের হয়ে প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা পাঁচটি এবং রবিচন্দ্রন অশ্বিন তিনটি উইকেট নেন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে জাদেজা দুটি এবং অশ্বিন ম্যাচটি উইকেট নিয়ে ভারতের হয়ে বড় জয় নিশ্চিত করেন। ফলে ১-০তে লিড নিয়েই ভারত দ্বিতীয় টেস্টে নামবে দিল্লিতে। চার ম্যাচের সিরিজ ভারত বড় ব্যবধানে জিতে নিশ্চিত করতে চাইবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া।
For all the latest Sports News Click Here