তুখোড় ফিল্ডিং শাদবের, নিজের বলেই অ্যারনের অসাধারণ ক্যাচ ধরলেন পাক তারকা, ভিডিয়ো
একদিকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে খারাপ পারফর্ম্যান্স জারি থাকে বাবর আজমদের। অন্যদিকে বিগ ব্যাশ লিগে ব্যক্তিগত দক্ষতার ছাপ রেখে চলেছেন শাদব খান। বোলিংয়ের পাশাপাশি পাক তারকার ব্যাটের হাতটাও যে মন্দ নয়, সেটা এতদিনে সবার জানা। তবে তিনি কত ভালো ফিল্ডার, তার নমুনা পেশ করলেন বিগ ব্যাশে।
চলতি বিগ ব্যাশ লিগের অষ্টম ম্যাচে পারথ স্কর্চার্সের অল-রাউন্ডার অ্যারন হার্ডিকে যেভাবে আউট করেন শাদব, তাতে তাঁর বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংকেও সমান কৃতিত্ব দিতে হয়। নিজের বলেই শূন্যে শরীর ছুঁড়ে অ্যারনের ক্যাচ ধরেন শাদব।
আরও পড়ুন:- PAK vs ENG: করাচি টেস্টেও লজ্জার হার পাকিস্তানের, ঘরের মাঠে ব্রিটিশদের কাছে চুনকাম হলেন বাবররা
ম্যাচে পারথ স্কর্চার্সকে ৮ রানে হারিয়ে দেয় শাদবের দল হবার্ট হ্যারিকেনস। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে হ্য়ারিকেনস। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭২ রান তোলে। ম্য়াথিউ ওয়েড ৫১, টিম ডেভিড ৪৬, ডার্সি শর্ট ৩৫ ও শাদব খান ২২ রান করেন। ২৬ রানে ৩টি উইকেট নেন ঝাই রিচার্ডসন। ২টি করে উইকেট দখল করেন অ্যান্ড্রু টাই ও অ্যারন হার্ডি।
আরও পড়ুন:- WTC Points Table: পাকিস্তানের আশা কার্যত শেষ, আরও কাঁটা মুক্ত হল ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পথ
পালটা ব্যাট করতে নেমে পারথ ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬৪ রানে আটকে যায়। জোশ ইংলিস ৬২, ফ্যাফ ডু’প্লেসি ৩২, অ্যাস্টন টার্নার ২০, ঝাই রিচার্ডসন ১৩, অ্যারন হার্ডি ১২ ও অ্যাডাম লিথ ১০ রান করেন। ১৬ রানে ৪ উইকেট নেন প্যাট্রিক। ৩৬ রানে ২টি উইকেট নিয়েছেন রিলি মেরেডিথ। শাদব ৪ ওভারে ২২ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন। ম্যাচের সেরা হন প্যাট্রিক।
For all the latest Sports News Click Here