‘তুই মানুষ খুন করবি, নয় নিজে মরবি’, করণকে কেন একথা বলেছিলেন বন্ধু শাহরুখ?
শাহরুখ খানের সঙ্গে করণ জোহরের বন্ধুত্বের কথা কারুর অজানা নয়। ৩০ বছরেরও বেশি সময় ধরে অটুট এই ‘ইয়ারানা’। একটা সময় তাঁদের ‘ব্রোম্যান্স’ নিয়ে কমচর্চা ছিল বলিউডে! শাহরুখকে বড় দাদার মতো সম্মান করেন করণ। সম্প্রতি ‘সেলফি’ ছবির ট্রেলার লঞ্চে নিজেদের সম্পর্কের এক গোপন কাহিনি ফাঁস করলেন প্রযোজক। যা শুনলে আপনার হাসি থামবে না!
জানেন কি তিন দশক আগে করণ জোহরকে তাঁরই গাড়ি থেকে সটান বার করে দিয়েছিলেন শাহরুখ খান। করণ জানান, সেইসময় মারুতি ৮০০ গাড়ি চালাতেন তিনি। বন্ধু আদিত্য চোপড়া তাঁকে নির্দেশ দিয়েছিল শাহরুখ খানকে বাড়ি থেকে তুলে ফিল্মিস্তান স্টুডিও-তে নিয়ে আসতে শ্যুটিংয়ের জন্য। কোনওদিনই সময়ে সেটে আসনেন শাহরুখ, তাই করণকে পাঠানো সময়মতো নায়ককে সেটে হাজির করতে।
করণ স্মৃতি হাতড়ে বলেন, ‘শাহরুখ আমার গাড়িতে উঠে বসল। আমি ড্রাইভারের সিটে, ঠিক তিন মিনিট পর আমাকে বলল- জলদি গাড়িটা সাইডে থামা। আমি সেইমতো গাড়ি থামিয়ে প্রশ্ন করি, কী হয়েছে। উলটো দিক থেকে জবাব আসে এক্ষুণি গাড়ির বাইরে বার হয়ে যা।’ এরপর উপদেশের সুরে শাহরুখ করণকে জানান, ‘তুই কোনওদিন গাড়ি চালাস না ভবিষ্যতে, হয় লোকে মরবে না হলে তুই মরবি। কিছু একটা ঘটবে’। সেই সময় করণের বয়স ছিল সবে ১৮!
এখানেই থেমে থাকেননি শাহরুখ। স্টুডিওতে পৌঁছানোর পর ল্যান্ডফোন মারফত করণ জোহরের বাবা যশ জোহরকে ফোন করেন শাহরুখ। এবং জানান, তিনি যেন অবিলম্বে করণের গাড়ি চালানো বন্ধ করেন, করণের জন্য ড্রাইভার রাখবার কথা বলেন অথবা ট্যাক্সিতে সেটে পাঠানোর ব্যবস্থা করতে বলেন।
করণের আফসোস আজও গাড়ি চালানোটা শেখা হয়নি তাঁর। ‘কুছ কুছ হোতা হ্যায়’ পরিচালক যে গাড়ি চালাতে জানেন না এটা শুনে ‘সেলফি’ তারকা অক্ষয় চমকে যান। পালটা প্রশ্ন করেন, ‘সত্যি কি তোমার ড্রাইভিং লাইসেন্স নেই?’ এই প্রশ্নের উত্তর অবশ্য এড়িয়ে যান করণ জোহর।
আদিত্য চোপড়া পরিচালিত ‘দিলওয়ালে দুলহানিয়া লেযায়েঙ্গে’ ছবিতে শাহরুখের বন্ধুর ভূমিকায় অভিনয় করেছিলেন করণ জোহর। পরবর্তীতে করণের ডেবিউ ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর নায়ক হন শাহরুখ। এরপরেও এই জুটি দর্শকদের উপহার দিয়েছে ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’-এর মতো ছবি। করণ প্রযোজিত অসংখ্য ছবিতে কাজ করেছেন কিং খান। তিন দশক পেরিয়েও শাহরুখ-করণের ব্রোম্যান্স একইরকম রয়েছে।
For all the latest entertainment News Click Here