‘তুই কী করছিস’, লাইভ চ্যাটে ভক্তদের যোগ করায় রোহিত কী চটে যান পন্তের উপর?-ভিডিয়ো
টিম ইন্ডিয়া বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে। এই মুহূর্তে তারা ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলছে। এর পর এখানে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ওডিআই সিরিজে রোহিত শর্মা, ঋষভ পন্ত, দীনেশ কার্তিকরা টি-টোয়েন্টি সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গিয়েছেন। এই সবের মধ্যে মঙ্গলবার ২৬ জুলাই, কিছু ভারতীয় ক্রিকেটারকে ইনস্টাগ্রামে লাইভ দেখা যায়।
এর মধ্যে রয়েছেন ঋষভ পন্ত, সূর্যকুমার যাদব, যুজবেন্দ্র চাহাল এবং রোহিত শর্মার মতো তারকারা। ঋষভ পন্ত যখন এই ইন্সটা লাইভে এমএমএস ধোনিকে যুক্ত করার চেষ্টা করেছিলেন, তখন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তা দেখে ফোনটি বন্ধ করে দেন।
আরও পড়ুন: রাহুলের দেখা নেই.. ওয়েস্ট ইন্ডিজ সফরেও পাওয়া যাবে না কেএল-কে?
টিম ইন্ডিয়ার ভক্তদের জন্য এই লাইভ চ্যাট শুরু করেন ঋষভ পন্ত। এই আড্ডায় তাঁকে অধিনায়ক রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের সঙ্গে বেশ মজা করতে দেখা গিয়েছে। এই তিনজন খেলোয়াড় মিলে যুজবেন্দ্র চাহালের সঙ্গেও প্রচুর রসিকতা করেছেন। এই চ্যাট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই, মাত্র কয়েক মিনিটের মধ্যে প্রায় আড়াই লাখেরও বেশি লোক এটি দেখতে শুরু করেন।
যুজবেন্দ্র চাহালও আলোচনার শুরুতে ছিলেন। যাইহোক তিনি বেরিয়ে যাওয়ার পর পন্ত লাইভ সেশনে অতিথিদের যোগ করার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: ‘স্যামসন তো আর পন্ত নন,’ সঞ্জুর ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুললেন দানিশ কানেরিয়া
তিনি এমন একজন ভক্তকে যোগ করেন, যিনি ন্যায় সঙ্গতভাবে টিম ইন্ডিয়ার তারকাদের সঙ্গে আলাপচারিতায় যোগ দিয়ে রীতিমতো উত্তেজিত ছিলেন। ঘটনাচক্রে রোহিত শর্মার সঙ্গে সংযোগে সমস্যা হচ্ছিল এবং পন্ত ভক্তকে যোগ করার আগেই রোহিত সেখান থেকে বের হয়ে যান। পরে রোহিত ফের সেশনে ফিরে এলে, ক্রিকেট প্রেমীকে দেখে অবাক হয়ে যান।
সেই ক্রিকেট প্রেমী আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার পর রোহিত মজা করে বলেন, ‘অ্যা ঋষভ, কেয়া কর রাহা হ্যায় তু? (ঋষভ, তুমি কি করছ?)’
তখন পন্ত উত্তর দেন, ‘অ্যায়সি হি ভাইয়া, ফ্যান সে হাই, হ্যালো। খুশ হো গয়া ভো (কিছুই না, শুধু ভক্তদের হাই বলা। তিনি খুব খুশি হয়েছিলেন)।’
এই আলাপচারিতা চলার সময়ে পন্ত আরও অনেক ভক্তদের যোগ করতে গিয়েছিলেন। ভিডিয়োর শেষের দিকে ভারতের প্রাক্তন অধিনায়ক এবং উইকেটরক্ষক-ব্যাটার ধোনিকে যোগ করেছিলেন। প্রাথমিক ভাবে তাঁর স্ত্রী সাক্ষী ফোনটি তুলেছিলেন এবং প্রাক্তন ভারত অধিনায়কের দিকে ক্যামেরা ঘুরিয়েছিলেন, যিনি একটি হাসি দিয়ে দ্রুত তা বন্ধ করে দেন।
সূর্যকুমার এবং চাহাল ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলমান ওডিআই সিরিজের জন্য দলে রয়েছেন। পন্ত এবং রোহিত ২৯ জুলাই থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে যোগ দেবেন। তবে চাহালকে বিশ্রাম দেওয়া হয়েছে টি-টোয়েন্টি সিরিজের জন্য।
For all the latest Sports News Click Here