তুই আমার পুচকি সোনা: গৌতমের ছোট্ট মেয়ের সঙ্গে ধোনির হাই-ফাইভের ছবি নিমেষে ভাইরাল
সতীর্থ হোক বা প্রতিপক্ষ, ধোনির সঙ্গে সুসম্পর্ক নেই এমন ক্রিকেটার খুঁজে পাওয়া মুশকিল। আদ্যন্ত ফ্যামিলিম্যান ধোনির সঙ্গে ক্রিকেটারদের পরিবারের লোকজনদেরও অনায়াসে মিশে যেতে দেখা যায়। বিশেষ করে ক্রিকেটারদের ছোট ছোট ছেলে-মেয়েদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠায় ধোনির জুড়ি মেলা ভার।
অতীতে ইমরান তাহিরের ছেলেকে কোলে তুলে নিয়ে ধোনির খেলা করার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবার তেমনই একটি অনাবিল মুহূর্ত সিএসকে ক্যামেরবন্দি করার পরে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। বলা বাহুল্য, ছবিটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।
সোমবার চিপকে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর প্রথম হোমম্যাচ খেলতে নামে চেন্নাই সুপার কিংস। ম্যাচের শেষে লখনউয়ের অল-রাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতমের ছোট্ট মেয়েকে আদর করতে দেখা যায় ধোনিকে। ধোনির সঙ্গে গৌতমের পুচকি মেয়ের হাই-ফাইভের ছবিটি যারপরনাই আপ্লুত করে ক্রিকেটপ্রেমীদের।
আরও পড়ুন:- IPL 2023: লুকোচুরি শেষ, চোট পাওয়া ক্রিকেটারকে টিম হোটেলে ডেকে নিয়েও স্কোয়াড থেকে ছেড়ে দিতে বাধ্য হল RCB
উল্লেখ্য, কৃষ্ণাপ্পা গৌতম একদা চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে মাঠে নামতেন। তিনি এখন খেলেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে। গৌতমকে ২০২১-এর আইপিএল নিলাম থেকে ৯ কোটি ২৫ লক্ষ দিয়ে কিনেছিল চেন্নাই সুপার কিংস। সেবার আইপিএল নিলামের সবচেয়ে দামি আনক্যাপড প্লেয়ার হিসেবে রেকর্ড গড়েছিলেন কৃষ্ণাপ্পা। চেন্নাই তাঁকে ছেড়ে দেওয়ার পরে গৌতমকে মাত্র ৯০ লক্ষ টাকায় কিনে নেয় লখনউ সুপার জায়ান্টস।
আরও পড়ুন:- WTC-র লাস্টবয় বাংলাদেশ গড়ল টেস্টের ইতিহাসে সর্বকালীন রেকর্ড, আর কোনও দেশের নেই এমন নজির
সোমবার চিপকে মাত্র ১ ওভার বল করার সুযোগ পান গৌতম। রুতুরাজ গায়কোয়াড়ের হাতে যথেচ্ছ মার খেতে হয় তাঁকে। রুতুরাজ গৌতমের ওভারে ৩টি ছক্কা মারে। ১ ওভারে ২০ রান খরচ করার পরে লখনউ আর বল করতে পাঠায়নি গৌতমকে। পরে ব্যাট হাতে ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ১৭ রান করে নট-আউট থাকেন কৃষ্ণাপ্পা।
চেন্নাইয়ের হাই-স্কোরিং ম্যাচে সিএসকে ১২ রানের সংক্ষিপ্ত ব্যবধানে পরাজিত করে লখনউ সুপার জায়ান্টসকে। প্রথমে ব্যাট করে চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২১৭ রান তোলে। রুতুরাজ গায়কোয়াড় ৫৭ ও ডেভন কনওয়ে ৪৭ রান করেন। ৩টি করে উইকেট নেন রবি বিষ্ণোই ও মার্ক উড। জবাবে ব্যাট করতে নেমে লখনউ সুপার জায়ান্টস ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২০৫ রানে আটকে যায়। কাইল মায়ের্স ৫৩ ও নিকোলাস পুরান ৩২ রান করেন। একাই ৪টি উইকেট নেন মইন আলি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here