তীব্র শরীরী আকর্ষণ! ট্রোলের জবাব দিতে আরও খোলামেলা পোশাকে দেবলীনা কুমার
বিয়ের আটমাস পর হানিমুনে যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দেবলীনা। অভিনেত্রীর নিজের গোয়া ভ্যাকেশনের নানান মুহূর্তের ছবি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। দেবলীনা-গৌরবের গোয়া ডায়রি এক কথায় মেজর ‘ভ্যাকেশন গোলস’ দিয়েছে নেটিজেনদের। করোনা আবহে প্রিয় মানুষের হাত ধরে একটু বেড়ু বেড়ু করার সুযোগ কে না চায়! আর লোকেশন যদি গোয়া হয়, তাহলে তো সোনায় সোহাগা! কিন্তু নীতিপুলিশদের অভাব নেই, কালো মনোকিনিতে ছবি পোস্ট করায় কটূক্তির মুখেও পড়েছেন দেবলীনা।
গোয়ার রিসর্টে পুলে নেমে জলকেলি করার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়া পারদ চড়িয়ে ছিলেন দেবলীনা। কিন্তু এর জন্য উত্তম কুমারের নাতবউকে ট্রোলিংয়ের মুখেও পড়তে হয়েছে। খোলামেলা দেবলীনাকে নেটপাড়ার একাংশ কটাক্ষ করে বলে, ‘আর কাপড় খোলা বাকি আছে?’ এবার যেন পরোক্ষে এই প্রশ্নের জবাবই দিলেন দেবলীনা।
আরেকটু কাপড় সত্যি খুললেন অভিনেত্রী, এবার মনোকিনি ছেড়ে একদম টু-পিসে। কালো রঙা বিকিনিতে মোহময়ী দেবলীনা। শরীর থেকে ছুঁইয়ে পড়ছে লাস্য, নায়িকার চাবুক ফিগার মুগ্ধ করবে। ছবির ক্যাপশনে দেবলীনা লেখেন- ‘উইকএন্ডের শুরু’। ছবিটি যে খোদ গৌরব তুলে দিয়েছেন সে কথাও পোস্টে জানিয়েছেন দেবলীনা।
গত বছর ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েছিলেন গৌরব-দেবলীনা। আপতত ‘ডান্স বাংলা ডান্স’-এর গুরুর আসনে বিরাজমান রয়েছেন দেবলীনা। ‘হাফ-ইয়ার্লি’ হানিমুন সেরে ইতিমধ্যেই শহরে ফিরেছেন দুজনে। শুক্রবার ‘ডান্স বাংলা ডান্স’-এর শ্যুটিংয়েও যোগ দিয়েছেন দেবলীনা।
For all the latest entertainment News Click Here