‘তিলোত্তমায় নীলের সঙ্গে আমার একটাও সিন নেই’, এবার বড় পর্দায় ‘একা মা’ তৃণা
বুধবার সকাল-সকাল মন ভালো করা খবর দিয়েছেন নীল-তৃণা। টেলিপাড়ার এই তারকা দম্পতি এবার একসঙ্গে বড় পর্দায় কাজ করছেন। ছবির নাম ‘তিলোত্তমা’। পরিচালনায় সৌম্যজিৎ আদক।তৃনীল ভক্তদের জন্য এটা দারুণ সারপ্রাইজ বলা যেতেই পারে। কিন্তু দুঃখের বিষয় হল এই ছবিতে জুটিতে দেখা যাবে নীল-তৃণাকে, জুটি তো দূরে থাক… ছবির একটা দৃশ্যেও স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে না দম্পতিকে। হিন্দুস্তান টাইমস বাংলাকে নিজের মুখে এই কথা জানালেন তৃণা।
ছবিতে সিঙ্গল মাদারের ভূমিকায় রয়েছেন তৃণা। তাঁর অভিনীত চরিত্রের নাম অরুণিমা। তৃণা বললেন, ‘সিনেমাটায় আমরা একসঙ্গে আছি। তবে আমাদের একসঙ্গে কোনও সিন নেই। আমাদের দুজনের দুটো ভিন্ন ট্র্যাক। এর আগে আমরা একসঙ্গে সিরিয়াল বা সিনেমা না করলেও শর্ট ফিল্ম করেছি। ভালো লাগছে’। গল্প নিয়ে বেশিকিছু ভাঙলেন না তৃণা। সাফ কথা, ‘গল্প নিয়ে বেশিকিছু বলা বারণ। তবে এইটুকু বলব আমাকে এই ধরণের চরিত্রে দর্শক আমাকে আগে দেখেনি। আমার চরিত্রের নাম অরুণিমা, এখানে আমি সিঙ্গল মাদার। আমার কাছে এটা নতুন চ্যালেঞ্জ ছিল। অরুণিমাকে নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম, আমি সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এবার তো দর্শক বলবে’।
সৌম্যজিতের হাত ধরেই বড় পর্দায় দ্বিতীয় ইনিংস শুরু করছেন নীল। সেই ছবির নাম ‘গুডবাই ভেনিস’। আর ইতিমধ্যেই একই পরিচালকের সঙ্গে দ্বিতীয় কাজ সেরে ফেললেন ‘বাংলা মিডিয়াম’-এর নায়ক। ‘তিলোত্তমা’য় একজন মিউজিশিয়ানের চরিত্রে রয়েছেন নীল। সৌম্যজিৎ, নীল-তৃণার এমবিএ ক্লাসের বন্ধু। যদিও নায়িকার কথায়, ‘শ্যুটিং সেটে সবাই পেশাদার, সেখানে অফস্ক্রিনে বন্ধু বা স্বামী কোনওটাই ম্যাটার করে না। সেখানে পরিচালক তাঁর মতো থাকে। প্যাক-আপ হয়ে গেলে আবার সমীকরণটা আলাদা। তবে হ্যাঁ, বন্ধুর সঙ্গে কাজ করার একটা সুবিধা হল মিশে যেতে বেশি সময় লাগে না। সেটা ভালো লাগে।’
টেলিভিশন থেকে আপতত দূরে তৃণা। কীভাবে কাটছে নায়িকার সময়? হাসি মুখে জবাব, ‘তৃণা এখন অনেক কাজ করছে। আমার আর নীলের একটা স্টুডিও রয়েছে। শ্যুটিংয়ের চাপে সেটায় নজর দেওয়া হয়নি। এখন আমি চেষ্টা করছি সেটাকে আরও গ্রো করার। আরও অনেকিছু করছি, সেটা ক্রমশ প্রকাশ্য। মেগা থেকে ব্রেকে আছি, তবে কাজ থেকে নেই। যখন বলা হবে, এটা অ্যানাউন্স করা যাবে, তখন জানাবো’।
ছোটপর্দার প্রথম সারির নায়িকা তৃণা। ‘খড়কুটো’র মতো সুপারহিট মেগার পর মাত্র দু-মাসেই শেষ হয়েছে ‘বালিঝড়’। নায়িকার কামব্যাকের অপেক্ষায় ফ্যানেরা। সেই প্রশ্ন রাখতেই অভিনেত্রী বললেন, ‘কবে ফিরব না জানি না। যবে চ্যানেল আমার জন্য একটা ভালো গল্প আনবে। যবে আমি চাইব (কাজটা) আমি করি, চ্যানেলও চাইবে আমি করি। সবকিছু ঠিক থাকলে শিগগিরই ফিরব’।
‘বালিঝড়’ আচমকা শেষ হওয়ায় তৃণা কি আপসেট? চটজলদি জবাব এল-‘দু-মাস কেন, দু-বছর পরেও যে কোনও জিনিস শেষ হলেই সবাই আপসেট হয়। যে কোনও কাজ বা প্রোজেক্ট আমরা শুরু করি অনেক আশা-পরিশ্রম নিয়ে। সেটা সবাই করে, শুধু আমি নয়। শেষ হওয়ায় মন খারাপ ছিল, তবে একটা শেষ হলে আরেকটা শুরু হবে। ওটা শেষ হয়েছিল বলেই আমি এই সিনেমাটা করতে পেরেছি। যদি শেষ না হত, তাহলে করতে পারতাম না। আমি বিশ্বাস করি, জীবনে যা ঘটে সেটা ভালোর জন্যই ঘটে’।
‘তিলোত্তমা’য় নীল-তৃণা ছাড়াও অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত নবাগতা রাই। একটি অনাথ আশ্রমের প্রেক্ষাপটে সাজানো হয়েছে ছবির গল্প। এক কথায় নিঃস্বার্থ ভালোবাসার গল্প এটি। বুধবারই শেষ হল ছবির শ্যুটিং পর্ব। জানা গিয়েছে সবকিছু ঠিক থাকবে আগামী বছর মুক্তি পাবে এই ছবি।
For all the latest entertainment News Click Here