তিরিশে ফেব্রুয়ারি আসছে ‘ভোলা’, কিন্তু মুখ ঢাকা অদ্ভুত চেহারায়, ইনি কে?
নৌকা চলছে, সামনে দাঁড়িয়ে এক ব্যক্তি, তাঁর শরীর ও মুখ চাদরে ঢাকা। সঙ্গে একাধিক নৌকায় তাঁর দলবলও রয়েছে, সকলের হাতেই মশাল জ্বলছে। সেই মশালের ছায়া গিয়ে পড়েছে জলে। তারপর ক্যামেরার ক্লোজ শটে দেখা যায় একটি চোখ, তার নিচের ক্ষতই সেলাই পড়েছে। কিন্তু একী! মুখ ঢাকা এই ব্যক্তির একটি হাতও যে বড় অদ্ভুত, ঠিক মানুষের মতো নয়, খানিকটা যেন কঙ্কালের হাত। আর এরপরেই কপালে ছাই মেখে আবির্ভাব হয় ‘ভোলা’র , অর্থাৎ অজয় দেবগনের।
শুক্রবার নতুন টিজার ভিডিয়ো পোস্ট করে টিম ‘ভোলা’র তরফে জানানো হয়েছে ছবিটি মুক্তি পেতে আর মাত্র ৭ দিন বাকি, অর্থাৎ ৩০ মার্চ মুক্তি পাচ্ছে ‘ভোলা’। তবে অনেকেরই অনুমান ভোলার নতুন টিজারে যাঁকে দেখা গিয়েছে তিনি হয়ত অভিষেক বচ্চন। কিছুদিন আগেই ভোলার সেট থেকে অভিষেক বচ্চনের ছবি ফাঁস হয়ে যায়। জানান যায় ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিষেককে। সকলেরই তাই প্রশ্ন, নতুন টিজারে তাই কি অভিষেকের সঙ্গেই আলাপ করালেন অজয়?
এটি তামিল ছবি ‘কাইথি’-র হিন্দি রিমেক, হিন্দিতে এর নাম রাখা হয়েছে ‘ভোলা’। এই ছবিতে শত্রুর মোকাবিলায় একাই একশো হিসাবে দেখা যাবে অজয়কে। শত্রুও একাধিক, এক রাতের মধ্যেই শত্রুর বিনাশ করবেন ‘ভোলা’ অজয়। ছবিটি অ্যাকশন দৃশ্যে ভরপুর। এ ছবির পরিচালনাও করেছেন অজয়। ছবিতে অজয় ছাড়া অভিনয় করেছেন তাব্বু, সঞ্জয় মিশ্র, দীপক দোব্রিয়াল, রাই লক্ষ্মীর মতো তারকারা।
এর আগে ভোলার টিজারে দেখা গিয়েছিল, এক অনাথাশ্রম। আর সেখানে এক মহিলা একটি মেয়ের খোঁজ করছে, নাম জ্যোতি। তাঁকে গিয়ে বলতে শোনা যাচ্ছে, সে বিকেলে যেন তাড়াতাড়ি খেলা সেরে ঘুমিয়ে পড়ে। কারণ, সকালে তার সঙ্গে একজন দেখা করতে আসবে। রাতে শুয়ে শুয়ে মেয়েটা ভাবে, ‘মা-পাপা-দাদা-দাদি’ আর কোন আত্মীয় থাকতে পারে তাঁর, যে দেখা করতে আসবে?
এরপরই জেলের দৃশ্য, যেখানে এক রহস্যময় ব্যক্তি,’ভোলা’ তাঁর এন্ট্রি। তিনিই অজয় বলে মনে করা হয়, যদিও মুখ দেখা যায়নি। ভোলার নাম শুনলেই নাকি সবাই কাঁপে। এক কয়েদিকে ‘ভোলা’ সম্পর্কে বলতে শোনা যায়, ‘কেউ জানে না ও কে? আর কোথা থেকে এসেছে? যাঁরা জানত তাঁরা মারা গিয়েছেন। বলা হয় ও যখন নিজের কপালে ছাই লাগায় তখন কাউকে না কাউকে ও ছাই করে দেয়।’দেখা যায় অজয় বাইক নিয়ে একটা গাড়িকে তাড়া করছে। ত্রিশূল হাতে ওই গাড়ির উপরে উঠে পড়ছে।
পরিচালক হিসেবে এটা অজয়ের চার নম্বর ছবি, এর আগে তিনি বানিয়েছেন ইউ মি অর হাম (২০০৮), শিবায় (২০১৬), রানওয়ে ৩৪ (২০২২)। প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলেছে দৃশ্যম ২। তাই ভোলা নিয়ে আলাদ আগ্রহ থাকছেই।
For all the latest entertainment News Click Here