তিন ম্যাচের T20 সিরিজে ৩ বারই ম্যাচের সেরা WI ক্যাপ্টেন, চুনকাম আয়ারল্যান্ড
শুভব্রত মুখার্জি: ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজ ইতিমধ্যেই হেরে গিয়েছে আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ আগেই জিতে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দল। তৃতীয় ম্যাচে জিতে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ক্যারিবিয়ানরা। গ্রস আইলেটের ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে এদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ খুব সহজেই হারিয়ে দিল আয়ারল্যান্ডকে। আট উইকেটের বড় ব্যবধানে জয় পেল তারা। একদিনের সিরিজে আইরিশদের ২-০ ফলে হারানোর পরে এবার টি-টোয়েন্টি সিরিজেও জিতলেন হেইলি ম্যাথুজরা। প্রথম দুই ম্যাচে সেরা হওয়ার পরে তৃতীয় ম্যাচেও সেরা হলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি। ম্যাচ সেরা হওয়ার হ্যাটট্রিক গড়লেন তিনি।
আরও পড়ুন: ENG vs AUS, Ashes 3rd Test: ব্যর্থ হল অজি বোলারদের লড়াই, ব্রুক-ওকসের লড়াইয়ে অন্ধকার কাটল, জয়ে ফিরল ইংল্যান্ড
এদিন প্রথমে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। আট রানের মাথাতেই প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। এরপর দ্বিতীয় উইকেটে ৬৬ রান যোগ করেন অ্যামি হান্টার এবং ওরলা পেন্ডারগ্যাস্ট। ওপেনার অ্যামি হান্টার ৩৫ বলে ৪৪ রান করেন। তাঁর ইনিংস সাজানো ছিল চারটি চার এবং দুটি ছক্কায়। ওরলা করেছেন ৪৯ বলে ৪০ রান। তিনি হাঁকিয়েছেন দুটি চার। এরপরেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় আয়ারল্যান্ড। অধিনায়ক লরা ডেলেনি করেন ১৪ রান। এছাড়া আর বলার মতো রান পাননি কেউ। ফলে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১১৬ রান করে আয়ারল্যান্ড। ১৪ রান দিয়ে চার উইকেট নেন হেইলি।
আরও পড়ুন: IND W vs BAN W: ‘শেফালিকে ভড়কে দিল মারুফা’, IND-BAN ম্যাচে নিম্নমানের সম্প্রচার, হতাশ নেটপাড়া
জবাবে ব্যাট করতে নেমে সহজ জয় ছিনিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ দল। ১৮.১ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় তারা। ১১ বল বাকি থাকতে ম্যাচ জিতে আইরিশদের হোয়াইটওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক হেইলি ব্যাট হাতেও আক্রমণাত্মক ইনিংস উপহার দেন। ৩৪ বলে ৪৮ রান করেন ডব্লুপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলা এই ক্রিকেটার। আটটি চারে নিজের ইনিংস সাজান তিনি। অপর ওপেনার জেনাবা জোসেফ মাত্র দু’রান করে আউট হয়ে যান। আলিয়া অ্যালেন ৫১ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে হাঁকান চারটি চার। অন্যদিকে ১৩ রানে অপরাজিত থাকেন চিনেলে হেনরি। আয়ারল্যান্ডের হয়ে একটি করে উইকেট নিয়েছেন জর্জিনা ডেম্পসি এবং ওরলা পেন্ডারগ্যাস্ট।
For all the latest Sports News Click Here