তিন ভারতীয় তরুণ ফাস্ট বোলার জিতলেন দীনেশ কার্তিকের মন, তালিকায় নেই উমরান মালিক
যেখানে কিছু ভারতীয় তারকা ২০২২ আইপিএল-এর ফ্লপ হতে দেখা গেছে, সেখানে তরুণ খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করে শিরোনামে জায়গা করে নিয়েছেন। এমন সময়ে আনক্যাপড ফাস্ট বোলাররাও বেশ নাম কুড়িয়েছেন। ২০২২ আইপিএল-এ প্রায় প্রতিটি দলেই এক বা একাধিক ফাস্ট বোলার ছিল যারা ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করছিলেন। তবে গতির লড়াইয়ে সকলকে পিছনে ফেলেছিলেন উমরান মালিক। সানরাইজার্স হায়দরাবাদের এই বোলার আইপিএল ২০২২-এর দ্রুততম বলটি ১৫৭ কিলোমিটার গতিতে করেছিলেন। উমরান ছাড়াও এবারের আইপিএল-এ মুগ্ধ করেছেন অনেক ফাস্ট বোলার। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে RCB-এর উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক চলতি মরশুমের তিন তরুণ ফাস্ট বোলারের নাম উল্লেখ করেছেন যারা তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।
এই তালিকায় তিনি প্রথম নাম নেন পঞ্জাব কিংসের অর্শদীপের। বোলারের প্রশংসা করে কার্তিক বলেন, ‘আমি অর্শদীপকে দেখে মুগ্ধ হয়েছিলাম কারণ সে ডেথ ওভারে খুব ভালো। আমার মনে হয় সে চমৎকার নিয়ন্ত্রণে কিছু দুর্দান্ত ইয়র্কার বোলিং করেছে। যদিও তার বিশ্বমানের বোলার (কাগিসো রাবাদা) আছে। কিন্তু অর্শদীপ দুর্দান্ত বোলিং করেছে।’ এই তালিকায় যশ দয়াল এবং মহসিন খানকেও বেছে নিয়েছেন কার্তিক। গুজরাট টাইটানসের হয়ে খেলা যশ সম্পর্কে তিনি বলেন, ‘সে একটি চমৎকার আবিষ্কার। যশ নতুন বলকে দুইভাবেই দোলাতে পারে এবং আমি তাকে পছন্দ করি।’
অন্যদিকে, মহসিন খান সম্পর্কে দীনেশ কার্তিক বলেন, ‘টুর্নামেন্টে তাকে দেরিতে নেওয়া হয়েছিল কিন্তু সে নিশ্চিত করে যে সে যখনই বোলিং করবে তখনই সে ভালো করবে। এই সময়ে সে কিছু দুর্দান্ত স্পেলও করেছে। সে ম্যাচে ৬ রানের কম দিয়েছে। একটানা ওভার এবং তার স্লো বলও খুব চমৎকার।’
For all the latest Sports News Click Here