তিন ব্যাটসম্যানের স্টাম্প উড়িয়ে হ্যাটট্রিক,চার বলে ৪ উইকেট অনামী পেসারের:ভিডিয়ো
আইপিএলের ভরা মরশুমে টি-২০ ক্রিকটে দুর্দান্ত নজির গড়লেন হজরত বিলাল। অনবদ্য হ্যাটট্রিক-সহ পরপর চার বলে চারটি উইকেট নেন অখ্যাত পেসার।
শারজা রমজান টি-২০ লিগে এমন অসাধারণ নজির গড়েন হজরত। শারজায় মিড-ইস্ট মেটালসের সঙ্গে ম্যাচ ছিল রেহান খান ইভেন্টসের। প্রথমে ব্যাট করে মিড-ইস্ট নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬১ রান তোলে। তেহরান খান ৫৩ রান করে অপরাজিত থাকেন। এছাড়া আলি আনোয়ার ২৫ ও আওয়াইস নূর ২৬ রান করেন। মুজামিল খান ৩টি ও ওয়াসি-উর-রহমান ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে রেহান খান ইভেন্টস শুরুতেই পরপর উইকেট হারায়। তৃতীয় ওভারের পরপর চার বলে চারটি উইকেট নেন হজরত বিলাল। তিনি ২.২, ২.৩ ও ২.৪ ওভারে পরপর শেহজাদ সায়েদ, আহমেদ সামির ও মহম্মদ ফহীমকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন। ঠিক পরের বলে (২.৫) তিনি আউট করেন মহসিন রাজাকে।
বিলাল শেষমেশ ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন। এমন দুরন্ত বোলিং করেও দলকে ম্যাচ জেতাতে পারেননি হজরত। রেহান খান ইভেন্টস ১৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬২ রান তুলে নেয়। তারা ১ বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জেতে। ক্যাপ্টেন রেহান খান ৫৯ রান করে অপরাজিত থাকেন। ২৮ রান করেন বিনোদ রাঘবন।
For all the latest Sports News Click Here