তিন বছর পর ODI -এ সেঞ্চুরি করে পন্টিংয়ের বিরাট রেকর্ড ভাঙলেন কোহলি
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেটে এক বা দুই নয় একেবারে ৩ বছর পর সেঞ্চুরি করলেন। শনিবার ১০ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করে তিনি এই সেঞ্চুরি করেন। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের বড় রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।
আরও পড়ুন… IPL 2023 Auction: নিলাম থেকে ভালো মানের পেসার তুলতে চান গুজরাট কোচ নেহরা
৪টি চারের সাহায্যে এদিন ৫৪ বলে ফিফটি ছুঁয়েছেন বিরাট কোহলি। এর পরে, তাকে ইশান কিষাণকে সমর্থন করতে দেখা যায়। যিনি অন্য প্রান্তে ব্যাট করছিলেনন। ৮৫ বলে ১১ চার ও ১ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি ছিল তাঁর মোট ৭২তম সেঞ্চুরি। এর ফলে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং, যার মোট ৭১টি আন্তর্জাতিক সেঞ্চুরি ছিল, তিনি এখন বিরাট কোহলির থেকে পিছিয়ে গেলেন।
আরও পড়ুন… Women’s IPL: মেয়েদের আইপিএলের সম্প্রচার সত্ব বিক্রির বিজ্ঞপ্তি দিল BCCI, আগ্রহ দেখাবে স্টার?
এদিকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৩ বছর পর প্রথমবারের মতো সেঞ্চুরি ছুঁয়ে ফেললেন ভারতীয় এই অভিজ্ঞ। ২০১৯ সালের অগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অফ স্পেনে শেষবার একদিনের ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। তারপর থেকে, তিনি অনেক হাফ-সেঞ্চুরি ইনিংস খেলেছিলেন এবং তিনবার ৮০-এর উপরে রান করার পরে আউট হয়ে গিয়েছিলেন। বিরাট অবশেষে ১০ ডিসেম্বর ২০২২-এ বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে ফেললেন।
For all the latest Sports News Click Here