তিন বছর পরে IPL–এ মাহির ফিফটি! ধোনিকে সলমনের সুলতানের সঙ্গে তুলনা করলেন জাফর
চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি আইপিএল২০২২-এর প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে একটি দারুণ ইনিংস খেললেন। কেকেআরের বিরুদ্ধে দলের সমস্যা মেটাতে আবির্ভূত হন ধোনি। তিনি তার দুর্দান্ত ইনিংস দিয়ে দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যান। এর পাশাপাশি মাহি আইপিএলে তার ২৪তম ফিফটি করলেন। তিনি এমন সময়ে ব্যাট করেন যখন দল ৬১ রানে তাদের পাঁচ উইকেট হারিয়ে ছিল। এমনকি ক্রিজে পা রাখার পরেও,তিনি ধীর গতিতে ব্যাটিং করছিলেন এবং প্রথম ১০ বলে তার ব্যাট থেকে মাত্র দুটি রান এসেছিল। কিন্তু তার পরের ২৮ বলে ৪৮ রান করেন তিনি। ৭টি চার ও একটি ছক্কার সাহায্যে এদিন ৩৮ বলে অপরাজিত ৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ধোনি।
মহেন্দ্র সিং ধোনি আইপিএল২০২২-এ পঞ্চাশ করা প্রথম খেলোয়াড় হিসাবে রেকর্ডের বইতে নিজের নাম লিখিয়েছে। শুধু তাই নয়, এমএস ধোনির আইপিএলে ফিফটি করতে ৩ বছর লেগেছে। কারণ তিনি শেষবার ২০১৯ সালে পঞ্চাশের বেশি রান করেছিলেন। ধোনির এই ফিফটি নিয়ে মজার মিম শেয়ার করেছেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান ওয়াসিম জাফর। সলমন খানের সিনেমা সুলতানের সংলাপের সঙ্গে এই মিম তৈরি করেছেন তিনি। মিমের ক্যাপশনে জাফর লিখেছেন,‘আমি অবশ্যই কুস্তি ছেড়ে দিয়েছি,কিন্তু লড়াই করতে ভুলিনি।’
আসলে এই মরশুম শুরুর আগেই অধিনায়কত্ব ছেড়েছেন ধোনি। তার জায়গায় এখনCSK-এর অধিনায়কত্ব করছেন রবীন্দ্র জাদেজা। ধোনি অধিনায়ক জাদেজার সাথে৯.১ওভারে৭০রান যোগ করেন। এদিন মাহি ১৩১.৫৮ স্ট্রাইকরেটে রান করেন। তিন বছর পর এটাই তার প্রথম ফিফটি। এর আগে, এমএস ধোনি২১এপ্রিল২০১৯ সালে বেঙ্গালুরুতেRCB-এর বিরুদ্ধে৪৮বলে৮৪রান করেছিলেন।
For all the latest Sports News Click Here